নাম বিভ্রাটে ‘ভুল’ ক্রিকেটারকে কেনা নিয়ে ব্যাখ্যা দিলো পাঞ্জাব
নাম বিভ্রাটে ভুল ক্রিকেটারকে কিনেছে পাঞ্জাব কিংস—গত মঙ্গলবার দুবাইতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামের পরপরই এমন তথ্য ছড়িয়ে পড়ে। অবশ্য পরে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে প্রীতি জিন্তার দল। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, তারা সঠিক ক্রিকেটারকেই কিনেছে। পাঞ্জাবের এমন বার্তায় যেন হাঁফ ছেড়ে বাঁচলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। সোশ্যাল মিডিয়া এক্সে পাঞ্জাবকে ধন্যবাদও জানিয়েছেন।
আইপিএলের নিলামে ভারতীয় দুই ক্রিকেটারের একদর ও এক নাম হয়ে যাওয়ার ফলেই বিভ্রাট তৈরি হয়েছিল। নিলামের একেবারে শেষভাগে এসে শশাঙ্ক সিংকে দলে নেয় পাঞ্জাব। তার বেস প্রাইস ২০ লাখ রুপিতেই তাকে দলে নেওয়া হয়েছে। এরপরই ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, পাঞ্জাব কিংস ‘ভুল’ ক্রিকেটারকে তাদের দলে নিয়েছে।
বিজ্ঞাপন
কয়েকটি রিপোর্টে দাবি করা হয়, নিলামের সঞ্চালক যখন শশাঙ্কের নাম ডাকেন তৎক্ষণাৎ পাঞ্জাবের তরফে প্রীতি জিন্তা প্যাডেল তুলে ধরেন। শশাঙ্ককে কিনে নেয় পাঞ্জাব। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিটি নাকি নিজেদের ভুল বুঝতে পারে। তারা তখন সঞ্চালককে তৎক্ষণাৎ নিজেদের সিদ্ধান্ত বদলের দাবি করেছিলেন। যদিও গ্রাহ্য করেননি নিলাম পরিচালনাকারী।
— Punjab Kings (@PunjabKingsIPL) December 20, 2023
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে পাঞ্জাব কিংস জানিয়েছে, ‘দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হচ্ছে যে শশাঙ্ককে নেওয়ার লক্ষ্য আমাদের সব সময়ই ছিল। একটা জটিলতা তৈরি হয়েছিল তালিকায় দুই ক্রিকেটারের একই নাম হওয়ায়। শশাঙ্ককে দলে পেয়ে আমরা উচ্ছ্বসিত।’ এই পোস্ট শেয়ার করে শশাঙ্ক লিখেছেন, ‘সবই ঠিক আছে। আমার প্রতি ভরসা করার জন্য ধন্যবাদ।’
শশাঙ্ক সিং আইপিএলে ২০২২ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন। ১৭ গড়ে রান করেছেন ৬৯। স্ট্রাইকরেট ১৪৬.৪১।
এফআই