ক্রিকইনফোর চোখে সম্ভাব্য একাদশ
চেন্নাইয়ের সম্ভাব্য দলে নেই মুস্তাফিজ!
মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা বেশ বলার মতোই। হায়দরাবাদ থেকে মুম্বাই হয়ে রাজস্থান। সেখান থেকে দিল্লির দরবার ঘুরে এবার চেন্নাইয়ে থিতু হলেন বাংলাদেশের এই পেসার। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগে টাইগার এই বোলারকে নিয়ে খুব বেশি মাতামাতি না হলেও দল পেয়েছেন প্রতিবারই।
যদিও বিগত কয়েক বছরে মুস্তাফিজ আইপিএলে থেকেছেন নিজের ছায়া হয়ে। এরপরেও তাকে পেতে আগ্রহী হয়েছে কোনো না কোনো দল। সেই চক্রে এবার মুস্তাফিজের ঠিকানা হলো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। ২ কোটি ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বিজ্ঞাপন
২০১৬ অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল মুস্তাফিজের। মাত্র ৬.৯০ ইকোনমি রেটে নিয়েছিলেন ১৭ উইকেট। পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি, যা আইপিএল ইতিহাসে একমাত্র অ-ভারতীয় হিসেবে এই পুরস্কার জয়ের কীর্তি।
আরও পড়ুন
তবে এরপরের আসরগুলোতে নিজেকে ঠিক সেভাবে মেলে ধরতে পারেননি। বেশিরভাগ সময়েই দলের কম্বিনেশনের কারণে বেঞ্চ গরম করতে হয়েছে মুস্তাফিজকে। আইপিএলের সবশেষ মৌসুমেও দিল্লির হয়ে ম্যাচ খেলেছেন মাত্র ২টি। এবার টাইগার এই পেসারের ম্যাচ খেলার সম্ভাবনা কেমন? একাদশে সুযোগ পাবেন নাকি ব্যাক-আপ পেসার হিসেবেই থাকবেন-এমন নানা প্রশ্ন ঘুরছে সমর্থকদের মনে।
With Shardul Thakur back and Daryl Mitchell in for Ambati Rayudu - can CSK go all the way again? #IPL2024
Posted by ESPNcricinfo on Wednesday, December 20, 2023
এরই মধ্যে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ দিয়েছে ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। যেখানে ঠাঁই হয়নি মুস্তাফিজুর রহমানের। ক্রিকনইফোর একাদশে পেসার হিসেবে রাখা হয়েছে তিনজনকে। ভারতীয় পেসার দীপক চাহার ছাড়াও বিদেশি কোটায় আছেন মাথিশা পাথিরানা। এছাড়া দ্বাদশ খেলোয়াড় হিসেবে থাকছেন তুষার দেশপান্ডে।
মুস্তাফিজের সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটা?
চেন্নাই স্কোয়াডে মোট ক্রিকেটার আছেন ২৫ জন। বিদেশি ক্রিকেটার আছেন ৮ জন। নিলামের আগে থেকেই ধোনিদের স্কোয়াড মোটামুটি প্রস্তুতই ছিল। সর্বশেষ মঙ্গলবারের মিনি নিলামে মূলত আরও কয়েকটি বিকল্প বাড়িয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
গেল বার অভিষেক আইপিএল খেলে এরই মধ্যে চেন্নাইয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন লঙ্কান পেসার পাথিরানা। গত মৌসুমে শিরোপা জেতাতেও তার ভালো ভূমিকা ছিল। তাই বিদেশি পেসার হিসেবে এবারো পাথিরানাই প্রথম পছন্দ। সঙ্গে দলে আছেন চাহার, তুষার দেশপান্ডের মতো দেশি পেসাররা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শার্দুল। সে হিসেবে মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা কমই। তবে পাথিরানা কিছুটা চোটপ্রবণ। তাই তাকে বিশ্রাম দিয়ে বেছে বেছে খেলানোর পরিকল্পনা করতে পারে চেন্নাই। আর তখনই একাদশে সুযোগ মিলতে পারে মুস্তাফিজের।
ক্রিকনইফোর চোখে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ
রুতুরাজ গায়কোয়াড়,ডেভন কনওয়ে, আজিঙ্কা রাহানে, ডেরিল মিচেল, শিবাম দুবে, রবিন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার ও অধিনায়ক), শার্দুল ঠাকুর, দীপক চাহার, মহেশ থিকসানা, মাথিশা পাথিরানা।
ইম্প্যাক্ট প্লেয়ার-তুষার দেশপান্ডে।
এফআই