দেড়শ ছাড়ালেন সৌম্য
নেলসনে যেন নিজের হারানো দিনটাকেই ফিরে পেতে শুরু করেছেন সৌম্য সরকার। লম্বা সময় রানখরায় থাকা সৌম্য ৫ বছর পর শতকের দেখা পেয়েছেন। তবে সেখানেই থেমে থাকেননি। পুরো দলের বাকিরা যখন আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত, তখন একের পর এক দারুণ শট খেলে এই ওপেনার নিজের স্কোর নিয়ে গিয়েছেন দেড়শ’র ওপারে।
শেষ পর্যন্ত সৌম্য সরকার আউট হয়েছেন ১৬৯ রান করে। যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। তামিম ইকবালের ১৫৪ এবং ১৫৮ রানের ইনিংস ছাপিয়ে কিউইদের বিপক্ষে সৌম্যের এই ইনিংস উঠে এসেছে সর্বোচ্চ রান তালিকার দ্বিতীয় স্থানে। সামনে আছে লিটন দাসের ১৭৬ রান।
বিজ্ঞাপন
বুধবার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিলেন সৌম্য। দুইবার লাইফ পেলেও সুযোগটা ঠিকঠাকই কাজে লাগিয়েছেন ৩০ বছর বয়েসী এই ব্যাটার। সতীর্থদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়েছেন তিনি। আগের ম্যাচে ব্যর্থতার পরেও সতীর্থ আর কোচের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি।
সিরিজের ২য় ওয়ানডেতে ১১৬ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন ওপেনিংয়ে নামা এই ব্যাটার। তার শতকের সুবাদে বাংলাদেশও টিকে রইল ম্যাচে। সবশেষ ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সৌম্য। ফিফটি পেয়েছিলেন শেষ ২০১৯ সালে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্যাটে রান ফেরায় কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন ৩০ বছর বয়েসী এই ব্যাটার।
জেএ