অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতে আজ সোমবার দেশে ফিরেছে টাইগার যুবারা। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে সন্ধ্যায় বিসিবি প্রঙ্গণে পা রাখে মাহফুজুর রহমান রাব্বির দল। সেখানেই এশিয়া কাপ জয়ের পেছনের কাহিনি শুনিয়েছেন অধিনায়ক।

শুরুতে রাব্বি বলেন, 'প্রথমত আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পেরেছি। এটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। হ্যাঁ, আমাদের সামনে যে বিশ্বকাপ আছে সেটার জন্য আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। এশিয়া কাপেও আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি বিশ্বকাপের জন্য।'

এশিয়া কাপ জয়ের পরিকল্পনা ৬ মাস আগে থেকেই করে রেখেছিলেন রাব্বি। তিনি বলেন, 'প্রথমত আমি ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করেছি। প্রথমত ধন্যবাদ দিতে চাই আমার টিম ম্যানেজমেন্টকে। আর খোলোয়াড়রাও সবাই খুব ভালো খেলেছে। তারা সাপোর্ট না দিলে হয়তো এই সফলতা আসতো না আমাদের। আর চিন্তা ছিল দেশের জন্য কিছু করব, এটা ৬ মাস আগেই প্লান ছিল। ৬ মাস আগে থেকে প্লান ছিল যে, এশিয়া কাপ কখনো বাংলাদেশে আসেনি, সো এশিয়া কাপ যদি বাংলাদেশে আনতে পারি তাহলে বড় একটা প্রাপ্তি হবে।'

কোচিং স্টাফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাব্বি বলেন, 'প্রত্যেকটা ম্যাচই আসলে চ্যালেঞ্জিং ম্যাচ। আমরা চেষ্টা করি ভালো খেলার জন্য, আর আমাদের খেলার জন্য খুব ভালো সুযোগ-সুবিধা দিচ্ছে। আমাদের জন্য ভালো বিদেশি কোচ নিয়োগ করেছে বিসিবি। যেমন প্রধান কোচ স্টুয়ার্ট ল স্যার আছেন, ব্যাটিং কোচ ওয়াসিম জাফর স্যার আছেন। তো তাদের থেকে আমরা ভালো টিপস পাচ্ছি। কঠিন সময় গুলোতে আমরা মেন্টালি কিভাবে থাকব এই সাপোর্টগুলোও তারা দিয়ে থাকেন।' 

এসএইচ/এইচজেএস