যুবাদের এশিয়া জয়ে গর্বিত সিনিয়র ক্রিকেটাররা
দুবাইয়ের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশের যুবা ক্রিকেটাররা। সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম শিরোপা জিতেছে রাব্বি-শিবলীরা। তরুণ প্রজন্মের এই ক্রিকেটারদের এমন গৌরবমাখা জয়ে প্রশংসায় ভাসাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করা অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ফেসবুকে এক অভিনন্দন বার্তায় লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেরা পেরেছে। এশিয়ার সেরা হওয়ায় অভিনন্দন অনূর্ধ্ব-১৯ দল। তোমাদের নিয়ে গর্বিত আমরা।
বিজ্ঞাপন
Alhamdulillah! Our boys have done it! Congratulations to our U19 team on becoming the champions of Asia! We are extremely proud of you.
Posted by Mushfiqur Rahim on Sunday, December 17, 2023
টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়! তরুণ টাইগারদের থাবার ছাপ এবার ইতিহাসের পাতায়! অভিনন্দন!
U-19 Asia Cup conquered! Young Tigers leave their paw prints on history! Congratulations! অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়! তরুণ টাইগারদের থাবার ছাপ এবার ইতিহাসের পাতায়! অভিনন্দন!
Posted by Mehidy Hasan Miraz on Sunday, December 17, 2023
দেশসেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালও এশিয়ার চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়েছেন।
Just amazing!!!! Well done boys The U19 Champions of Asia
Posted by Tamim Iqbal on Sunday, December 17, 2023
রাব্বি-শিবলিদের শুভেচ্ছা জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফেসবুকে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সাব্বাশ বাংলাদেশ। যুব এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন।
Shabash Bangladesh! The unbeaten champions of the U19 Asia Cup
Posted by Nazmul Hossain Shanto on Sunday, December 17, 2023
টাইগার পেসার তাসকিন আহমেদ বলেন, আরব আমিরাতকে ১৯৫ রানে বিধ্বস্ত করে ১ম বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা ছিনিয়ে নিলো বাংলাদেশ।
Bangladesh Under-19 clinched their maiden Under-19 Asia Cup title when they demolished the UAE by 195 runs in the...
Posted by Taskin Ahmed on Sunday, December 17, 2023
এফআই