টানা দশ বছর ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ছিলেন রোহিত শর্মা। দলটিকে পাঁচবার আইপিএলের শিরোপাও এনে দিয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বাইয়ের দাপটের অনেকটা জুড়েই মিশে ছিলেন ভারতের এই ওপেনার। এবার অধিনায়কের পদে নেই রোহিত। অভিজ্ঞ এই ক্রিকেটারকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। 

ফ্র্যাঞ্চাইজিটির এই সিদ্ধান্তকে অনেকেই মেনে নিতে পারেননি। মুম্বাই ইন্ডিয়ান্সের অনেক ভক্তই দলের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। কিন্তু কেন হঠাৎ রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো? যেখানে এখনও তিন ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়ক তিনি। গুঞ্জন রয়েছে, দীর্ঘমেয়াদি চিন্তা এবং গুজরাটের হয়ে হার্দিকের সাফল্য প্রভাবিত করেছে মুম্বাইকে। 

দলবদলে নানা নাটকীয়তা শেষে হার্দিক পান্ডিয়াকে কদিন আগে দলে ভেড়ায় মুম্বাই। হার্দিক নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন এই ফ্র্যাঞ্চাইজিটির হয়েই। মুম্বাই ছেড়ে গুজরাট টাইটান্সে যাওয়ার পরে অধিনায়ক হিসেবে প্রথম মৌসুমেই দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। পরের মৌসুমেও গুজরাটকে রানার্স-আপ করেছিলেন তিনি। এবার নাটকীয়ভাবে হার্দিককে কিনেছে মুম্বাই। গুজরাট জানিয়ে দেয়, এই মৌসুমেও হার্দিক তাদের দলে খেলবেন। তাপর রাতারাতি তাকে দলে নেয় মুম্বাই। এর জন্য ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডারকে আরসিবিতে বিক্রি করে দেয় তারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, পান্ডিয়ার মুম্বাইয়ে ফেরার প্রথম শর্তই ছিল অধিনায়কত্ব। কারণ, এখন টি-টোয়েন্টিতেও বেশিরভাগ সিরিজে ভারতের অধিনায়কত্ব করতে তাকেই দেখা যায়। সাদা বলের ক্রিকেটে ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে হার্দিককেই ভাবা হচ্ছে। যেখানে গুজরাটের হয়ে তিনি সাফল্য পেয়েছেন সেখানে গত দু’বছরে মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে ব্যর্থ রোহিত। সেই কারণে হয়তো হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই। সরিয়ে দেওয়া হয়েছে রোহিতকে।

এ ছাড়া টি-টোয়েন্টিতে রোহিতের ফর্মটাও একটা বড় কারণ হতে পারে। আইপিএলের সর্বশেষ আসরে মুম্বাইয়ের হয়ে ২০.৭৫ গড়ে ১৬টি ম্যাচে ৩৩২ রান করেছিলেন রোহিত। শেষ বার ২০১৬ সালে আইপিএলে ৩০-এর বেশি গড় ছিল রোহিতের। মুম্বাই ফ্র্যাঞ্চাইজি হয়তো ভেবেছে অধিনায়কত্বের চাপের জন্য ব্যাটিংয়ে মন দিতে পারছেন না রোহিত। চাপ ছাড়া খেললে আরও ভালো ব্যাট করবেন তিনি।

অন্যদিকে, মূল কারণ হতে পারে ভবিষ্যতের ভাবনা। ৩৬ বছর বয়সী রোহিতকে খুব বেশি দিন হয়তো খেলতে দেখা যাবে না আর। অন্যদিকে, আরও অনেকটা সময় পরে আছে হার্দিকের। কয়েক বছর পর হঠাৎ করে রোহিতকে সরিয়ে অন্য কাউকে অধিনায়ক করলে হয়তো সমস্যায় পড়ত দল। তার থেকে সময় থাকতে বদলের কথা ভেবেছে তারা। এবার থেকেই হার্দিকের নেতৃত্বে দলকে তৈরি করতে চাইছে মুম্বাই। রোহিতের কাছে প্রয়োজনীয় সাহায্যও পাবেন হার্দিক। সেই কারণেই এবারেই রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছে মুম্বাই।

এফআই