আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে বদল হলো। দীর্ঘদিন অধিনায়কত্বের দায়িত্ব সামলানো রোহিত শর্মার জায়গায় নেতৃত্বের ব্যাটন পেলেন গুজরাট থেকে মুম্বাইয়ে ফেরা হার্দিক পান্ডিয়া। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে এমনটাই জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 

২০২৪ আইপিএলের দলবদলে হার্দিক পান্ডিয়াকে ঘিরে কম নাটক হয়নি। দীর্ঘ দড়ি টানাটানির পর শেষমেশ কদিন আগে গুজরাট টাইটান্সকে বিদায় জানিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরেন ভারতীয় এই তারকা অলরাউন্ডার। আর এরপরই বদলে গেল পরিস্থিতি। শুক্রবার রোহিতকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে। 

তিনি বলেন, ‘এটাই মুম্বাইয়ের ধরন। এখানে ব্যাটন এক সেরার থেকে আর এক সেরার দিকে যায়। শচীন টেন্ডুলকার থেকে হরভজন সিং হয়ে রিকি পন্টিং, বারবার মুম্বাইকে সেরা ক্রিকেটাররা নেতৃত্ব দিয়েছে। রোহিতও সেটাই করেছে। মুম্বাই দলের একটি মতাদর্শ রয়েছে। সেটাই একের পর এক অধিনায়ক বহন করে নিয়ে যায়। এবার সময় হয়েছে হার্দিকের।’

ঘরের ছেলে হার্দিক ঘরে ফিরেই পেলেন নেতৃত্বভার। ফাইল ছবি

রোহিতের নেতৃত্বে আইপিএলের অন্যতম সেরা দলের তকমা পেয়েছে মুম্বাই। সবার আগে পাঁচবার ট্রফি জিতেছে তারা। সেই কারণে রোহিতের প্রশংসা করেছেন জয়াবর্ধনে। তার বিশ্বাস, আগামী দিনে হার্দিকও সেটাই করবেন। জয়বর্ধনে বলেন, ‘হার্দিকের নেতৃত্বের দিকে তাকিয়ে আছি। ওর অভিজ্ঞতা কম নয়। আমি নিশ্চিত ওর অধীনে মুম্বাই আরও শক্তিশালী দল হয়ে উঠবে। সামনের মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামব আমরা।’

একদিন আগেই নীতীশ রানার বদলে শ্রেয়াস আয়ারকে অধিনায়ক করেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার নতুন অধিনায়ক ঘোষণা করে দিলো মুম্বাই। রোহিতের অধীনেই আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল হার্দিকের। মুম্বাইয়েই উত্থান হয়েছিল তার। সেখান থেকেই জাতীয় দলে সুযোগ।

যদিও গত দু’বছর মুম্বাইয়ের হয়ে খেলেননি তিনি। চলে গিয়েছিলেন নবীনতম দল গুজরাট টাইটান্সে। সেই দলের অধিনায়ক হিসেবে আইপিএলে শিরোপাও জিতেছেন হার্দিক। এবার নাটকীভাবে তাকে কিনেছে মুম্বাই। তখনই নেতৃত্ব নিয়ে চলছিল। শেষমেশ সেটিই সত্যি হলো।

এফআই