আগামী রোববার থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ডানেডিনে। সিরিজ শুরুর আগে কিছুটা অস্বস্তি রয়েছে নিউজিল্যান্ড শিবিরে। জানা গেছে, ইনজুরিতে ভুগছেন দলটির পেসার কাইল জেমিসন। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঁ দিকের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি বোধ করছেন বাংলাদেশ সফরে দুটি টেস্টেই খেলা জেমিসন। গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে দেশে ফিরে গতকাল ডানেডিনে দলের সঙ্গে যোগ দেন জেমিসন।

জেমিসনকে নিয়ে সতর্কতার কথা জানিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা কাইলের ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিচ্ছি। আমরা তাড়াহুড়া করতে চাই না, তাকে ঠেলেও দিতে চাই না। বিশেষ করে আমাদের ঘরোয়া গ্রীষ্মের (মৌসুমের) শুরুতে।’

‘একদম প্রয়োজন পড়লে সে খেলবে, তবে আমরা অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাই না কোনো। এ কারণেই প্রথম ম্যাচের জন্য বেনকে ডেকে পাঠানো। বেন দলীয় আবহের সঙ্গে পরিচিত, তাকে ফায়ারবার্ডসের (ওয়েলিংটন) হয়ে পুরো ফিটনেসে ফিরতে দেখে ভালো লাগছে।’-যোগ করেন স্টিড।

এদিকে জেমিসনের কাভার হিসেবে দলে ডাক পেয়েছেন বেন সিয়ার্স। আগামী রোববার বাংলাদেশ সময় ভোরে শুরু হতে যাওয়া সিরিজের দলে রয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল

টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক, ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি ও উইল ইয়াং।

এসএইচ/এফআই