রেল স্টেশনে ট্রফি উন্মোচন করলেন শান্ত-লাথাম
আগামী রোববার থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ডানেডিনে। তার আগে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। যেখানে ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।
ট্রফি উন্মোচনের স্থান বাছাইয়ের ক্ষেত্রে ঐতিহ্যের দিকে নজর দিয়েছে নিউজিল্যান্ড। ডানেডিনের রেলস্টেশনে এদিন দুই দলের অধিনায়ক ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেছেন। এই রেল স্টেশনটি একটি ঐতিহ্যবাহী জায়গা।
বিজ্ঞাপন
ওয়ানডে বিশ্বকাপের আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ভারত বিশ্বকাপ শেষে দুই টেস্ট খেলতে আবারও বাংলাদেশে আসে কিউই বাহিনী। দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে গত শনিবার (৯ ডিসেম্বর)। এবার ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের অ্যাওয়ে সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ।
আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এরপর চলতি মাসের ২৭ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায়। টোয়েন্টি ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিট থেকে শুরু হবে।
এর আগে ঘরের মাঠে হওয়া ওয়ানডে সিরিজেও টাইগারদের হারিয়েছিল কিউইরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের একটি ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। বাকি দুটি ম্যাচেই সফরকারীরা বড় ব্যবধানে জিতেছিল।
এসএইচ/এইচজেএস