ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাথে যাত্রা শেষ হয়ে গেছে জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। মেয়াদ বাড়ানোর সুযোগ থাকলেও দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা বোলার আর দায়িত্বে না থাকার কথা জানিয়ে দেন। এরপর নিজ দেশে ফিরে ঘরোয়া ক্রিকেটের দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের দায়িত্ব নেন ডোনাল্ড। সেখানে প্রধান কোচ হিসেবে পেয়েছেন টাইগারদেরই সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে।

বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেও খোঁজ-খবর এখনো রাখেন ডোনাল্ড। সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা সরাসরি টিভিতে কম দেখলেও স্কোরকার্ডে নিয়মিত চোখ রেখেছিলেন তিনি। সম্প্রতি ঢাকা পোস্টের সঙ্গে কথা হয় সাবেক এই প্রোটিয়া তারকার। আলাপচারিতায় ছিল কিউই সিরিজ, নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর তার নিজের বর্তমান কর্মস্থলসহ বেশকিছু বিষয়। সাক্ষাৎকার নিয়েছেন সাকিব শাওন।

প্রশ্ন : সর্বশেষ দুই টেস্টেই একজন করে পেসার খেলেছে টাইগার দলে, শরিফুলকে কেমন দেখলেন?

ডোনাল্ড : আমি দেখেছি শরিফুল দুই ম্যাচেই খেলেছে এবং সামর্থ্য অনুযায়ী ভালো করেছে সে। তবে দুই টেস্ট ম্যাচেই কিন্তু বাংলাদেশের স্পিনাররা ডমিনেট করেছে। বিশেষ করে শেষ টেস্টে। তবে পেসার হিসেবে শরিফুলও ছোট ছোট কিছু ইমপ্যাক্ট রেখেছে।

প্রশ্ন : সিলেটে বাংলাদেশের প্রথম টেস্টও নজরে ছিল নিশ্চয়ই... 

ডোনাল্ড : আমি মনে করি প্রথম টেস্ট জয় অনেক বড় ঘটনা। দুর্দান্ত খেলেছে বাংলাদেশ দল। প্রোপার পারফরম্যান্স যাকে বলে, স্পিনাররা আর ব্যাটাররা, বাংলাদেশ সেই টেস্টে দারুণ করেছিল।

প্রশ্ন : ঢাকা টেস্ট কেমন দেখলেন....

ডোনাল্ড : ঢাকা টেস্ট আমি ক্রিকেইনফো থেকে ফলো করেছি। শেষ টেস্টেও বড় সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কেননা ৫০ রানেই নিউজিল্যান্ডের ৫ উইকেট চলে গিয়েছিল। পরে অবশ্য তারা ভালোভাবে ম্যাচটি শেষ করেছে। টাইট ফিনিশ করেছে। অবশ্য বাংলাদেশ বড় সুযোগ তৈরি করেছিল জয়ের জন্য। ব্যাটাররা আর কিছু রান করতে পারলে ভালো হতো। তবে সবমিলিয়ে এটা ভালো একটা সিরিজ হয়েছে বলব।

‘আমার বাংলাদেশে ফেরার সম্ভাবনা হয়তো আর নেই। কেননা আমি সিদ্ধান্ত নিয়েছি এখানে পরবর্তী কয়েক বছর থাকার। এখানেই সেটেল হওয়ার চিন্তা আপাতত। আপাতত আন্তর্জাতিকে ফেরার চিন্তা নেই।’

প্রশ্ন : শান্ত’র সঙ্গে কাজ করেছেন, এখন সে নতুন অধিনায়ক হয়েছে। ভবিষ্যতে কেমন করতে পারে?

ডোনাল্ড : শান্ত অধিনায়ক, তার যোগ্যতা নিয়ে আমার মনে হয় কোনো প্রশ্ন নেই। সে দারুণ অধিনায়ক হবে ভবিষ্যতে, এটা নিয়ে কোনো সংশয় নেই। আমি তার স্টাইল পছন্দ করি, বিশেষ করে সে অনেক আক্রমণাত্মক। সে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করে, বোলারদের কথা শুনে কাজ করে। সেই কারণে তার পোটেনশিয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই আমার। শান্ত সব ফরম্যাটের জন্যই খুব ভালো অধিনায়ক হবে।

প্রশ্ন : বাংলাদেশে আবার ফেরার সুযোগ আসলে ফিরবেন?

ডোনাল্ড : আমার বাংলাদেশে ফেরার সম্ভাবনা হয়তো আর নেই। কেননা আমি সিদ্ধান্ত নিয়েছি এখানে পরবর্তী কয়েক বছর থাকার। এখানেই সেটেল হওয়ার চিন্তা আপাতত। আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চিন্তা নেই।

প্রশ্ন : নতুন কোচিং ক্যারিয়ার কেমন উপভোগ করছেন?

ডোনাল্ড : নতুন কোচিং জব নিয়ে ব্যস্ত আছি। নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে এসেছি ডিপি লায়ন্স দলের হয়ে। আমি এটা নিয়েই কাজ করছি। এখানে কাজ মূলত নতুন ট্যালেন্টেড সব ক্রিকেটারদের নিয়ে। রাসেল ডমিঙ্গোর সঙ্গে এখানে কাজ করছি। আমি এটা এনজয় করছি গেল কয়েক সপ্তাহ ধরেই। এখানে নতুন ক্রিকেটারদের নিয়ে কাজ করতে ভালো লাগছে। এখানে যারা আছে সবাই ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে।   

এসএইচ/এএইচএস