সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু বাংলাদেশের
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য কী। আচমকা এমন প্রশ্ন করা হলে, ক্রিকেটভক্তদের উত্তর দিতে খুব বেশি সময় দরকার হবে না। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপটাই টাইগার ক্রিকেটের সবচেয়ে স্মরণীয় অর্জন। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে নিজেদের প্রিয় প্রতিপক্ষ ভারতকে ডি/এল মেথডে ৩ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে টাইগাররা।
এবারের আসর আবার সেই দক্ষিণ আফ্রিকাতেই। বাংলাদেশ এবার তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই। আগামী ১৯ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিকেরা। ওই দিন আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। গতকাল সোমবার আইসিসি যুব বিশ্বকাপের গ্রুপ এবং সূচি প্রকাশ করলে নিশ্চিত হয় বাংলাদেশের প্রতিপক্ষ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আফগানিস্তান, পাকিস্তান নেপাল ও নিউজিল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে ‘ডি’ গ্রুপে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপিং
গ্রুপ ‘এ’ | ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র। |
গ্রুপ ‘বি’ | ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড। |
গ্রুপ ‘সি’ | অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া। |
গ্রুপ ‘ডি’ | আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। |
গ্রুপ চূড়ান্তের পাশাপাশি এদিন বাংলাদেশের প্রথম তিন ম্যাচের সূচিও চূড়ান্ত হয়েছে। শুরুতেই ভারতের বিপক্ষে ম্যাচ পড়েছে মাহফুজুর রহমান রাব্বিদের। এরপরেই তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। শেষ ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। তিনটি ম্যাচই হবে ব্লুমফন্টেইনে।
গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
১৯ জানুয়ারি | বাংলাদেশ বনাম ভারত | ব্লুমফন্টেইন |
২২ জানুয়ারি | বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড | ব্লুমফন্টেইন |
২৬ জানুয়ারি | বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র | ব্লুমফন্টেইন |
১৬ দলের এই বিশ্বকাপ অবশ্য শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) গতমাসেই নিষেধাজ্ঞা দেয় আইসিসি। এরপর আইসিসির এক বৈঠকে সিদ্ধান্ত হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দ্বীপরাষ্ট্রটি থেকে সরিয়ে ফেলা হবে।
এরপরই দক্ষিণ আফ্রিকাকে ভেন্যু হিসেবে নির্বাচন করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ১৯ জানুয়ারি এই টুর্নামেন্ট শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ৪১টি ম্যাচে শেষ হবে জুনিয়র ক্রিকেটারদের বিশ্বকাপ।
জেএ