হাথুরুর সঙ্গে কবে বসছে বিসিবির তদন্ত কমিটি?
এক মাস আগে ভুলে যাওয়ার মতো একটি বিশ্বকাপ অধ্যায় শেষ করেছিল বাংলাদেশ। এবারের আসরে তাদের পারফরম্যান্স ছিল একেবারে যাচ্ছেতাই। আসরে ৯টির মধ্যে মোটে ২টি ম্যাচে জয়লাভ করেছিল সাকিব আল হাসানের দল। এমন হতশ্রী পারফরম্যান্সের কারণ অনুসন্ধানে গেল মাসে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। শুরুতে নির্বাচকসহ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও বসেছিল সেই কমিটির সদস্যরা।
তবে এখনও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলেনি গঠিত কমিটি। তার সঙ্গে কবে বসছে তদন্ত কমিটি– এমন প্রশ্নের উত্তর জানতে কমিটির সদস্য আকরাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘কোচের সঙ্গে বসব। আমি চিটাগং আছি, ঢাকা গেলেই কমিটির সঙ্গে বসে ঠিক করব। যেহেতু দল আবার নিউজিল্যান্ড সফরে যাবে। এমনও হতে পারে টিম সিরিজ শেষ করে দেশে ফিরলেও বসতে পারি। এখনও সিদ্ধান্ত হয়নি কখন বসব। অধিনায়কের সঙ্গেও বসব যখনই দরকার হবে।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, ৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। এর মধ্যে এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক এবং মাহবুব আনাম ও আকরাম খানকে তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির কাছে ক্রিকেটারদেরও নিজেদের হতশ্রী পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে হচ্ছে। যার প্রেক্ষিতে গত ৫ ডিসেম্বর ক্রিকেটার নাসুম আহমেদ নিজের ব্যাখ্যা দিয়েছেন। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে নিজের বক্তব্য উপস্থাপন করে আবারও বিসিএল খেলতে সেখানে ছুটে যান। তবে তার ব্যাখ্যার চেয়েও বড় প্রশ্ন উঠেছে প্রধান কোচের কাছে নাকি এই স্পিনার শারীরিক আঘাতের শিকার হয়েছিলেন। তবে এ নিয়ে এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ জানাননি।
আরও পড়ুন
গত ৩ ডিসেম্বর তদন্ত কমিটির কাজ শুরুর প্রথম দিন তাদের সঙ্গে দেখা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এরপর হাবিবুল বাশার সুমনকেও দেখা যায়। এই দুই নির্বাচকের পর সেখানে একে একে হাজির হতে থাকেন ক্রিকেটাররাও। শুরুতে পেসার মুস্তাফিজুর রহমান কমিটির কাছে নিজের জবাব দেন। সন্ধ্যার পর আসেন ওপেনার লিটন দাস। নিজেদের মতো করে আলাদা আলাদা করে তারা ব্যাখ্যা করেছেন তদন্ত কমিটির কাছে। বের হওয়ার সময় দুই ক্রিকেটারও মুখে কুলুপ আঁটেন। এরপর ধাপে ধাপে কোচ, অধিনায়কসহ দলের সবার কাছ থেকেই ব্যাখা চাওয়ার কথা জানায় তদন্ত কমিটি।
এসএইচ/এএইচএস