প্রথম দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে যায় কিউই টপ অর্ডার। দলীয় ৫০ রানের আগেই সাজঘরে ফেরেন ৫ ব্যাটার। এরপর দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেসে যায়। একই কারণে আজ খেলা শুরু হয় লাঞ্চ বিরতির পর। মাঠে নেমেই আক্রমণাত্মক শুরু করেন দুই অপরাজিত ব্যাটার। বিশেষ করে গ্লেন ফিলিপস এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ৮৭ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৮ রানের লিড পেয়েছে কিউইরা।

প্রথম দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। খানিকটা ভেজা উইকেটেও শুরু থেকেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। তবে খুব বেশি সুবিধা পাননি তাইজুল-মিরাজরা। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন মিচেল-ফিলিপস। তাদের কল্যাণেই প্রথম ইনিংসে লিড পেয়েছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ লিড পেলে ভালো হতো এমন প্রশ্নের উত্তরে সংবাদ সম্মেলনে নাঈম হাসান বলেন, 'তারাও তো ক্রিকেট খেলতে এসেছে, তাই না? একটা পার্টনারশিপ তো হতেই পারে। যে কেউ একজন ভালো খেলতে পারে। ও ভালো করেছে, তাই লিড নিতে পেরেছে। লিড পেলে ভালো হতো। আল্লাহর রহমতে এখন আমরা ৩০ রান লিডে আছি। ভালো ব্যাটিং করলে ইনশাআল্লাহ একটা ভালো স্কোর হবে। টোটাল যা-ই হোক আমরা ফাইট করে ইনশাআল্লাহ জিতব।'

ফিলিপসের দ্রুত গতির ইনিংস নিয়ে নাঈম আরো বলেন, 'একেকজনের খেলার ধরন একেকরকম। অনেকে লম্বা সময় ধরে কষ্ট করে রান করে। অনেকে মেরে রান করে। একেকজনের গেম প্ল্যান একেকরকম। আজ হয়ত ও সফল হয়েছে, কালও যে হবে নিশ্চয়তা নেই।'

মিরপুর টেস্টের আজকের উইকেট নিয়ে নাঈম বলেন, 'বোলিং ঝামেলা হচ্ছে না। প্রথম দিনের তুলনায় আজ উইকেট একটু ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। আমরা যদি একটা ভালো স্কোর দাঁড় করাতে পারি, তাহলে ইনশাআল্লাহ জিতব। আমরা এখন ম্যাচে এগিয়ে আছি। এটা ধরে রাখতে হবে। যতক্ষণ যত ভালো ব্যাট করব, তত ভালো হবে।'

এসএইচ/এইচজেএস