পাকিস্তান ক্রিকেট লিগে (পিসিএল) প্রথম আসর থেকেই খেলছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তখন থেকেই দলটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন মঈন খান। তবে আসন্ন আসরের আগে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।

মঈন দায়িত্ব ছাড়ায় নতুন প্রধান কোচ নিয়োগ দিয়েছে কোয়েটা। সাবেক এই পাকিস্তানি ক্রিকেটারের স্থলাভিষিক্ত হচ্ছেন শেন ওয়াটসন। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ফ্যাঞ্চাইজিটি।

গ্ল্যাডিয়েটর্সদের হয়ে এবার কোচিং স্টাফে যোগ দিলেও এর আগে থেকেই দলটির সঙ্গে সম্পর্ক আছে ওয়াটসনের।২০১৮ সালের পিএসএলে ক্রিকেটার হিসেবে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।

২০১৯ সালে তাদের হয়ে শিরোপা জয়ের কৃতিত্বও আছে তার। যেখানে বড় অবদান ছিল এই অজি অলরাউন্ডারের। সেবার আসরের রান সংগ্রাহক ছিলেন তিনি। সবমিলিয়ে তিন আসরে কোয়েটার হয়ে খেলেছেন ওয়াটসন।

ওয়াটসনের কোচিং ক্যারিয়ার শুরু হয়েছে অবশ্য আরো আগে থেকেই। ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে এ অধ্যায়ে পা রাখেন তিনি। তাছাড়া মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন এ বছর।

এইচজেএস