নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে আজ (বুধবার) মাঠে নেমেছিল বাংলাদেশ দল। প্রথম দিন শেষে অবস্থা এমন দাঁড়িয়েছে যে— মনে হতে পারে দুই দিনেই ফলাফল চলে আসবে ঢাকা টেস্টের। কেননা প্রথম দিনেই উইকেট পড়েছে ১৫টি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে দুই দিনে টেস্ট শেষ হওয়ার ব্যাপারে। দিন শেষে সংবাদ সম্মেলনে আসা মেহোদী হাসান মিরাজের কাছেও জানতে চাওয়া হয়েছিল এ ব্যাপারে। 

জবাবে মিরাজ বলেন, ‘আমরা দুই দিনে ম্যাচ জেতার চেষ্টা করছি না, প্রক্রিয়া অনুসরণ করছি। টেস্টে অনেক কিছুই হতে পারে, অনেক দৃশ্যপট বাকি। চেষ্টা থাকবে কালকের দিনও যেন নিজেদের করে নিতে পারি। দ্রুত খেলা শেষ করার চিন্তা করছি না। এমনকি আমরা অতি আত্মবিশ্বাসীও নই। টেস্টে একসময় ওরা ওপরে, একসময় আমরা ওপরে থাকব– এমন পরিস্থিতি আসে। ’

প্রথম ইনিংসে বাংলাদেশের কিছু রান কম হয়েছে বলে মনে করেন মিরাজ, ‘উইকেট অনুযায়ী আমরা ৩০-৪০ রান কম করেছি। ২০০ রানের বেশি করলে মনে করতাম আদর্শ স্কোর। ওখানেই ভুল করেছি। ৩০-৪০ রান আমরা অনেক সময়ই মিস করে যাই। যখন ৪০০ রান প্রয়োজন আমরা করি ৩৫০। এখানে আমাদের উন্নতি করতে হবে। একদিনে সম্ভব নয়, দিনকে দিন চেষ্টা করতে হবে।’

‘ভালো জায়গায় যদি বল করি ওদের জন্য কঠিন হবে। আমরাও অনেক সংগ্রাম করেছি, রান করতে কষ্ট হয়েছে। এখানে আমরা খেলে অভ্যস্ত, জানি কন্ডিশন কেমন হতে পারে। আত্মবিশ্বাস ছিল, আস্থা ছিল বোলারদের ওপরও। ভালো জায়গায় যদি বল করতে পারি, মিরপুরের উইকেটে আমাদের অ্যাডভান্টেজ বেশি থাকবে। এটাই চিন্তা করেছিলাম’, আরও যোগ করেন মিরাজ।

এরপরই নিউজিল্যান্ডকে অলআউট করার লক্ষ্যের কথা জানান টাইগার অলরাউন্ডার, ‘আমরা যদি প্রতিপক্ষকে অলআউটই করতে না পারি তাহলে তো জিততে পারব না। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সঙ্গে অনেকটা এরকম উইকেটেই আমরা জিতেছি। আমাদের স্পিন অ্যাটাক ভালো, সুযোগ তো অবশ্যই থাকে।’ 

নতুন বলে ব্যাটারদের চ্যালেঞ্জ দেখছেন মিরাজ, ‘ব্যাটারদের জন্য একটু চ্যালেঞ্জিং। তবে কমিটমেন্ট থাকলে, আরও ভালোভাবে খেললে ভালো করা যাবে। যখন বল নতুন থাকে, প্রথম ৩০ ওভার অনেক চ্যালেঞ্জিং। বল পুরনো হলে ব্যাটারদের সুযোগ বেড়ে যায়। বল পুরনো হয়ে গেলে আর তেমন সুবিধা থাকে না বোলারদের। যেহেতু টেস্ট খেলা, প্রথম দিকে ব্যাটারদের দায়িত্ব নিতে হবে।’

এসএইচ/এএইচএস