মিরপুরের স্পিন স্বর্গে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ব্যাটাররা হতাশার এক দিন পার করেছে। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ১৫ উইকেটের পতন হয়েছে আজ (বুধবার)। কিন্তু বিষয়টি ছাপিয়ে আলোচনার কেন্দ্রে মুশফিকুর রহিমের বিরল আউট ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’। এ নিয়ে দিন শেষে কথা বলেছেন আরেক টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। 

বাংলাদেশের হয়ে এদিন সংবাদ সম্মেলনে আসেন তিনি। এ সময় মুশফিকের বিরল আউট নিয়ে প্রশ্ন করা হলে মিরাজ বলেন, ‘দেখেন এরকম তো ইনটেনশনালি (ইচ্ছেকৃতভাবে) হয় না। এটা খেলার ফ্লোতে (ধারায়) হয়ে গেছে। তিনি তো ইচ্ছেকৃতভাবে করেননি। জেনেশুনে কেউ কখনও আউট হতে চায় না। এক ধারায় খেলতে গিয়ে হঠাৎ হয়ে গেছে এরকম।’

মুশফিকের আউট ইচ্ছাকৃত নয় দাবি করে বিশ্বকাপে চলাকালীন অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিষয়ও টেনে আনেন মিরাজ, ‘আপনি দেখেন, খেলার পরিস্থিতিতে অনেক সময় ব্যাক অব দ্য মাইন্ডে অনেক কিছু চলতে থাকে। এটাও তেমনই ফ্লোতে চলে গেছে আমার কাছে মনে হয় মুশফিক ভাই যেভাবে আউট হয়েছে। আরেকটা জিনিস দেখেন, আমরা বিশ্বকাপে একটা টাইমড আউট পেয়েছি। ওখানে কিন্তু টাইমড আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ব্যাটার। আজকে মুশফিক ভাই যে আউটটা হলো, সেটাও এভাবেই হয়ে গেছে।’

‘আমি যখন ব্যাটিং করি, তখন একটা শট খেলার পর উইকেটে যখন বলটা আসবে, তখন কিন্তু অনেক সময় সিদ্ধান্ত নিতে হয় কী করতে হবে—না করতে হবে। মুশফিক ভাই যেটা করেছে, এটা ফ্লোতে হয়ে গেছে। ইনটেনশনালি করা হয়নি। সেটা করা তো ব্যাটারের জন্যই ক্ষতির, আউট হয়ে যাবে’, আরও যোগ করেন মিরাজ।

এসএইচ/এএইচএস