সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপ এবং বিশ্বকাপে বিপর্যয়ের পর তারা নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে। এজন্য নতুন করে সবকিছু ঢেলে সাজানোর পাশাপাশি হতাশা ভোলার মন্ত্র নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষ সিরিজ খেলতে নামছে পাকিস্তান। তবে নানা ঘটনায় অল্প সময়ের ব্যবধানে পিসিবির বারবার সংবাদ সম্মেলনে আসার প্রবণতাকে ভালোভাবে নেননি কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তিনি বিষয়টি দেখলেন এভাবে– ‘৩ মিনিট পরপর সংবাদ সম্মেলনে আসার দরকার নেই।’

অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বেশ আগেই দেশটিতে উড়ে গেছে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ১৪ ডিসেম্বর থেকে পার্থে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর পাকিস্তান-অস্ট্রেলিয়া ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে এবং ৩ জানুয়ারি থেকে সিডনিতে মুখোমুখি হবে তৃতীয় ও শেষ টেস্টে।

পাকিস্তান জাতীয় দলের এই সফর শুরুর সময়েই প্রধান নির্বাচকের পরামর্শক হিসেবে তিন সাবেক ক্রিকেটারকে নিয়োগ দিয়েছিল পিসিবি। যেখানে কামরান আকমল এবং রাও ইফতেখার আনজুমের সঙ্গে ছিলেন ফিক্সিং কেলেঙ্কারিতে দণ্ডপ্রাপ্ত সাবেক অধিনায়ক সালমান বাটও। বাটের নিয়োগ নিয়ে সমালোচনা শুরু হলে একদিন পরই পিসিবি তাকে ওই কমিটি থেকে সরিয়ে দেয়। কিন্তু বিপত্তি বাধে বিষয়টি ব্যাখ্যা দেওয়ার জন্য প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ সংবাদ সম্মেলনে আসায়।

ওয়াসিম আকরামের মতে– কাজ করার জন্য বা কোনো সিদ্ধান্তের জন্য বারবার সংবাদমাধ্যমকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করলেই ফল পাওয়া যাবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ভিডিওতে আকরাম বলেছেন, ‘পাকিস্তানের জাতীয় দল অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে। টেস্ট সিরিজের জন্য ওদের শুভেচ্ছা। সেখানে মোহাম্মদ হাফিজ টিম ডিরেক্টর নিযুক্ত হয়েছে। ওয়াহাব রিয়াজ নতুন প্রধান নির্বাচক হয়েছে। রয়েছে কামরান আকমলও। সবাইকে আমার শুভেচ্ছা।’

এরপরই পাকিস্তানের সাবেক এই অধিনায়ক অনেকটা কটাক্ষের সুরেই বার্তা দিয়েছেন পিসিবিকে। তিনি বলেছেন, ‘নতুন করে সবকিছু শুরু হচ্ছে। এখনকার ক্রিকেটারদের অন্তত এক বছর সময় দেওয়া হোক নিজেদের প্রমাণ করার জন্য। আমার আর একটা পরামর্শ রয়েছে। প্রতি ৩ মিনিট অন্তর অন্তর সাংবাদিক সম্মেলন করার দরকার নেই। সাহসের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া এবং তাতে স্থির থাকা উচিৎ।’

এএইচএস