ভিভ রিচার্ডস ও কোহলির মতো হতে চান বাবর আজম
অবসান ঘটেছে বিরাট কোহলির ১২৫৮ দিনের রাজত্বের। তাকে সরিয়ে ব্যাটসম্যানদের আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন বাবর আজম। এরপর পাকিস্তানের অধিনায়ক জানিয়েছেন, বিরাট কোহলি ও ভিভ রিচার্ডসের মতো তিনিও অনেকদিন ধরে রাখতে চান এই অর্জন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর র্যাঙ্কিংয়ে উন্নতি হয় বাবরের। জহির আব্বাস, জাভেদ মিয়াদাদ ও মোহাম্মদ ইউসুফের পর মাত্র চতুর্থ পাকিস্তানি হিসেবে ওয়ানডে সেরা ব্যাটসম্যান হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন বাবর। এতে নিজে সম্মানিত বোধ করেছেন বলে জানিয়েছেন এই তারকা ব্যাটসম্যান।
তিনি বলেন, ‘আমি জহির আব্বাস, জাভেদ মিয়াদাদ ও মোহাম্মদ ইউসুফদের সঙ্গে নিজের নাম তুলতে পেরে সম্মানিত বোধ করছি। যারা সবসময় পাকিস্তান ক্রিকেটের উজ্জ্বল তারকা। এটা আমার ক্যারিয়ারের আরেকটি অর্জন। এখন আরও বেশি ধারাবাহিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এটাকে ধরে রাখতে হবে। যেমনটা স্যার ভিভ ১৯৮৪র জানুয়ারি থেকে ১৯৮৮ সালের অক্টোবর এবং কোহলি ১২৫৮ দিন রেখেছিল।’
বিজ্ঞাপন
৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছেন পাকিস্তানের অধিনায়ক। দ্বিতীয় স্থানে থাকা কোহলির পয়েন্ট ৮৫৭। এর আগেও ব্যাট্সম্যানদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন বাবর। তবে টেস্ট র্যাংঙ্কিংয়ের শীর্ষে উঠাটাই তার মূল লক্ষ্য বলে জানান তিনি।
বাবর বলেন, ‘আমি এর আগে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলাম। কিন্তু আমার মূল লক্ষ্য হচ্ছে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। যেটা যেকোনো ব্যাটসম্যানের সক্ষমতা, সম্মান ও সামর্থ্যের জন্য মূল পরীক্ষা। আমি বুঝতে পারছি এটা অর্জন করতে কেবল ধারাবাহিক হলেই হবে না, বড় দলগুলোর বিপক্ষে পারফর্ম করতে হবে।’
এমএইচ/এটি