বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা বেশ ভালোই করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে বড় ব্যবধানের জয় দিয়ে টেস্টের নতুন চক্রে প্রবেশ করেছে টাইগাররা। নতুন অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নজরে এসেছে। আবার একতরফা পিচের সুবিধাও নিতে দেখা যায়নি বাংলাদেশকে। সফরকারী দলের অধিনায়কের মুখেও শোনা গিয়েছে এই কথা।  

সিলেটের পর এবার ক্রিকেট ফিরছে মিরপুরে। হোম অব ক্রিকেট খ্যাত শের-এ বাংলা স্টেডিয়ামে দুই দলের মধ্যেকার টেস্ট শুরু হবে বুধবার। এরইমাঝে বাংলাদেশের দলের পা পড়েছে মিরপুরে। চলতি বছরটা এই মাঠে একেবারেই ভাল কাটেনি শান্ত-মুশফিকদের। পুরো বছরে দুটো টেস্ট জিতলেও ওয়ানডেতে কোন ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ। 

কেমন পিচ করবেন কিউরেটর গামিনী ডি সিলভা

তবে ফরম্যাট টেস্ট বলেই কিনা, কিছুটা হলেও ভরসা খুঁজতে চাইবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। চলতি বছরে মিরপুরের শেষ দুই টেস্টে উইকেট ছিল স্পিন সহায়ক। যেখানে আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে খুব সহজেই জয় তুলে নিয়েছিল টাইগাররা। তবে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে কেমন হবে উইকেট, এই নিয়ে চলছে জোর গুঞ্জন। 

তবে ধারণা করা যায় সেই স্পিন উইকেট নিয়েই মাঠে নামবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। কেননা বাংলাদেশ দলে রয়েছে স্পিনারদের ছড়াছড়ি। এবাদত হোসেন, তাসকিন আহমেদের মত পেসাররাও নেই দলে। সব মিলিয়ে তাইজুল ইসলাম-মেহেদী মিরাজদের উপর ভরসা রেখে খেলতে হবে টাইগারদের।

কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য নিশ্চিতভাবেই স্পিন উইকেট চাইবেন। ঘরের মাঠের সুবিধা নিতে তিনি বরাবরই সিদ্ধহস্ত। এর আগেও ঘরের মাঠে স্পিনিং ট্র্যাকের সুবিধা নিয়েছিলেন হাথুরু। এমনকি নিজের দ্বিতীয় মেয়াদে এসেও ঘরের মাঠের সুবিধা নেওয়ার ব্যাপারে ইতিবাচক ছিলেন তিনি। শেষ পর্যন্ত হয়ত আরও একবার মিরপুরের চিরায়ত ধীরগতির উইকেটেই খেলতে দেখা যাবে বাংলাদেশকে।

এসএইচ/জেএ