সাকিবকে দেখে ম্যাথিউসের হাসি, পেলেন জবাবও
জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততার মাঝেই দুই দিনের সংক্ষিপ্ত সফরে দুবাই গেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল আবুধাবিতে চলমান টি-টেনের দল বাংলা টাইগার্সের সঙ্গেও তাকে দেখা গেছে। গতকাল (২ ডিসেম্বর) সকালে দুবাইয়ে পৌঁছে রাতে মাঠে বসে দলটির খেলাও দেখেছেন তিনি। সেখানে তার সঙ্গে দেখা হয়েছে বিশ্বকাপে টাইমড আউটের শিকার হওয়া শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের।
টি-টেনে বাংলা টাইগার্সের সঙ্গে সে সময় মাঠে লড়ছিল নর্দান ওয়ারির্স। খেলা চলাকালে হঠাৎ ক্যামেরার লেন্স গিয়ে থামে ম্যাথিউসের দিকে, সে সময় আরেক সতীর্থের সঙ্গে কথা বলতে বলতে হাসছিলেন এই লঙ্কান। পরক্ষণেই আবার ক্যামেরা ঘুরে যায় সাকিবের দিকে, বিষয়টি নজরে পড়তেই হাসি ধরে রাখতে পারেননি তিনিও। মূলত বিশ্বকাপে টাইমড আউট ঘটনার পর এবারই প্রথম দুইজনকে দেখা গেল এক ক্যামেরায়। ম্যাথিউস খেলছেন অবশ্য নর্দার্ন ওয়ারির্সের হয়ে।
বিজ্ঞাপন
— Syed Sami (@SamisDaily) December 2, 2023
এর আগে জানা যায় সাকিবের হঠাৎ এই সফরের কারণ। বাংলা টাইগার্সের ফটোশ্যুটে অংশ নিতে তিনি হঠাৎ দুবাইয়ে উড়াল দিয়েছেন। যদিও এবারের আসরে দলটির হয়ে মাঠে নামা হচ্ছে না অভিজ্ঞ এই অলরাউন্ডারের। আঙুলের চোটের কারণে তিনি আগে এই আসর থেকে ছিটকে গেছেন। তবে দলটির সঙ্গে আগে থেকে চুক্তিবদ্ধ থাকায় তাদের আনুষ্ঠানিক ফটোশ্যুটে অংশ নিচ্ছেন সাকিব।
আরও পড়ুন
উল্লেখ্য, আগামী মাসে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়ছেন সাকিব। এর আগের আসরে বাংলা টাইগার্সের হয়ে তিনি সবগুলো ম্যাচেই খেলেছিলেন। সেই আসরে দলটির অন্যতম সেরা পারফর্মারও ছিলেন সাকিব।
এসএইচ/এএসএইচ