বিপিএলের সর্বশেষ আসরের পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে ডাক পেয়েছিলেন তানভীর ইসলাম। সেবার ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকও হয়েছিল বাঁ-হাতি এই স্পিনারের। তবে এরপর আর তানভীরকে জাতীয় দলের হয়ে দেখা যায়নি। যদিও বেশিদিন আর তাকে অপেক্ষা করতে হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন তানভীর।

যদিও ডাক পাওয়ার খবরে বেশ অবাক হয়েছেন তিনি। এ নিয়ে ঢাকা পোস্টকে তানভীর বলেন, আবারও দলে ফিরে ভালো লাগছে। আপনি প্রথম জানালেন তাই জানলাম, এটা আসলেই ভালো লাগার মতো বিষয়।

দেশের বাইরে তেমন অভিজ্ঞতা নেই এই স্পিনারের। তার ওপর এবারের সিরিজও নিউজিল্যান্ডের মাটিতে, যেখানে স্পিনারদের ভালো করা কঠিন। তবুও সুযোগ পেলে চ্যালেঞ্জ নেওয়ার কথা জানালেন তানভীর, ‘বাংলাদেশের যতগুলো উইকেটে খেলেছি সবগুলোরই অভিজ্ঞতা আছে আমার। এখন দেশের বাইরে নিউজিল্যান্ডে খেলা। প্রথমবার যাব, আগে কখনও যাইনি। উইকেট সম্পর্কে তো তেমন ধারণা নেই। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। এই চ্যালেঞ্জকেই যদি সুন্দরভাবে গ্রহণ করতে পারি, তাহলে ভবিষ্যতে আমার জন্য আরও সুযোগ আসবে।’

সবশেষ টি-টোয়েন্টি দলে নাসুম আহমেদ ছিলেন, তিনি এবার বাদ পড়েছেন। বলতে গেলে তার জায়গায় ফেরানো হয়েছে তানভীরকে। দলে স্থায়ী হতে বাড়তি চ্যালেঞ্জ কি না প্রশ্নে তানভীরের ভাষ্য, ‘না, সেরকম কোনো চ্যালেঞ্জ না এটা। কেননা যে ভালো খেলবে, সেই জায়গা পাবে। তবে নাসুম ভাই ভালো করছে ম্যাক্সিমাম ম্যাচেই। এখন আমার সুযোগ আসছে, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে এটা ভালো করার।’

কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের প্রত্যাশা তানভীরের কণ্ঠে, ‘যেই দলই খেলে না কেন, যত বড় দলের বিপক্ষে খেলুক সবাই জিততে চায়। আমরাও ব্যতিক্রম নই। আমরাও জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামব।’

এসএইচ/এএইচএস