ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক কখনোই ভালো ছিল না। রাজনীতির সেই উত্তাপই যেন আচড়ে পরে ক্রিকেট মাঠে। তাই বাইশগজে এক দেশের ভরাডুবিতে রীতিমতো উৎসবে মাতেন আরেক দেশের মানুষ। সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে ভারতের হারে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তান সমর্থকরা।

এমন কাণ্ডে হতাশ হয়েছেন সাবেক পাকিস্তানি বোলার ওয়াসিম আকরাম। তার মতে সমর্থকদের এমন কাণ্ডের পিছনে দু দেশের কিছু ব্যক্তির নেতিবাচক প্রচারণার ভূমিকা আছে। ভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।

ওয়াসিম বলেন, 'আমি কারও নাম বলছি না, কিন্তু দুই দেশেই এমন কিছু বিখ্যাত ব্যক্তি আছেন, যাদের কর্মকাণ্ড এটাকে উসকে দেয়। আপনার দেশের প্রতি আপনার টান আছে, আমার দেশের প্রতি আমার টান আছে। ব্যাপারটা এখানেই শেষ করে দিন। যখন কেউ খারাপ করছে, তখন তাদের ব্যঙ্গ করার পরিবর্তে একে অপরকে সম্মান করুন। দিন শেষে এটা কিন্তু শুধুই একটা খেলা।'

এদিকে ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর মনে হরেন, সমর্থদের মানসিকতায় পরিবর্তন আনা দরকার। গম্ভীর বলেন, ‘অপরের হারে আনন্দিত হওয়ার চেয়ে নিজের দলের জয় উদযাপনে মনোযোগী হোন। আরেক দলের হার উদযাপন করার কোনও মানে হয় না। পাকিস্তান হারলে ভারতের মানুষ খুব খুশি হয়। একই ব্যাপার ভারত হারলে পাকিস্তানেও ঘটে। এটা খুবই নেতিবাচক মানসিকতা। এটা বদলাতে হবে, অন্তত খেলাধুলার ক্ষেত্রে।'

এইচজেএস