চলতি বছর আইপিএলের নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তালিকায় সাকিব আল হাসান, টিম সাউদি কিংবা লকি ফার্গুসনদের মতো বড় বড় নামও রয়েছে। আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম হওয়ার কথা রয়েছে। সেখানে নতুন করে কয়েকজন ক্রিকেটার কেনার দিকে নজর রাখবে কেকেআর।

নিলামের আগে ভারতের মাটিতে সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভালো পারফর্ম করাদের দিকেই নজর থাকছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর। বিশ্বকাপ মাতানো বেশ কয়েকজনকে টার্গেট করতে পারে কলকাতা শিবির।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের বড় চমক ভারতীয় বংশোদ্ভুত নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ব্যাট-বল দুটিতেই বেশ কার্যকরী তিনি। কেকেআরের ওপেনার হিসেবে রয়েছেন জেসন রয় ও রহমানউল্লাহ গুরবাজ। তৃতীয় ওপেনার হিসাবে রবীন্দ্রকে কিনতে পারে কেকেআর। তাহলে একজন বোলিং বিকল্পও পাবে দল।

বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছেন কিউই ব্যাটার ড্যারিল মিচেল। ব্যাট হাতে মিডল অর্ডারে নির্ভরযোগ্য তিনি। কলকাতার মিডল অর্ডারে নীতীশ রানা, শ্রেয়াস আইয়ার, রিংকু সিংহের পাশে মিচেল থাকলে দল আরও শক্তিশালী হবে।

এদিকে, লঙ্কান তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছেড়ে দিয়েছে আরসিবি। কলকাতার দলে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী ছাড়া অভিজ্ঞ স্পিনার নেই। হাসরাঙ্গা ব্যাটও ভালো করতে পারেন। তাই তার পেছনেও ছুটতে পারেন গম্ভীররা।

নতুন আসর শুরুর আগে দলের বোলিং বিভাগে অনেক বদল করেছে কেকেআর। ছেড়ে দিয়েছে লকি ফার্গুসন, টিম সাউদি ও উমেশ যাদবকে। ফলে একজন অভিজ্ঞ ভারতীয় বোলার চায় তাদের। সেই অভাব পূরণ করতে পারেন হার্ষাল প্যাটেল। প্রয়োজনের সময় ব্যাটও করতে পারেন তিনি।

এ ছাড়া কলকাতার পুরোনো সদস্য সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। কেকেআরের বোলিং বিভাগে নেতৃত্ব দেওয়ার কাজটি করতে পারেন কামিন্স। সেই কারণে তাকে কেনার চেষ্টা করতে পারে কেকেআর কর্তৃপক্ষ।

এফআই