নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা। তাই ঘরের মাঠের এই সিরিজকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন চন্ডিকা হাথুরুসিংহে।

চোটের কারণে নেই সাকিব আল হাসান। মাঠে নামার জন্য যথেষ্ট প্রস্তুত নন তামিম ইকবালও। পারিবারিক কারণে ছুটিতে আছেন লিটন দাস। তাছাড়া চোটে ছিটকে গেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

আজ রোববার সিলেটে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মলনে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘এ ধরনের অভিজ্ঞতা মিস করাটা চ্যালেঞ্জিং, বিশেষ করে বাংলাদেশের জন্য। কারণ এই ছেলেরা সব ফরম্যাটে কেউ ১৫ বছর, কেউ ১০ বছর ধরে আছে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে তরুণরা কী করতে পারে, তা দেখার একটা সুযোগ এটা।'

সাকিব-তামিমের মতো অভিজ্ঞদের অনুপস্থিতিতে দায়িত্ব নিতে হবে তরুণদের। এটা যেমন চ্যালেঞ্জিং ঠিক তেমনি তাদের জন্য নিজেকে প্রামণের সুযোগও। তাই তরুণদের নিয়ে আশাবাদী কোচ।

তিনি বলেন, 'আমার মনে হয় অনেকদিন ধরে খেলছে এমন ক্রিকেটারদের সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এটা। তারা সারাজীবন থাকবে না। এখন নেই নানা কারণে। এটা রোমাঞ্চকর তরুণ কয়েকজন ক্রিকেটারের জন্য, তাদের নাম জানাতে ও লম্বা ক্যারিয়ারের শুরু হতে পারে এখানে।’

তাসকিন ও এবাদতকে নিয়ে হাথুরু বলেন, ‘ওরা (তাসিকন ও এবাদত) আমাদের সেরা বোলার। কিন্তু একই সঙ্গে এটা অন্যদের জন্য সামনে এগিয়ে আসার সুযোগও। আমরা একই সেটের বোলার দিয়ে অনেক পথ পাড়ি দিতে পারবো না। ওদের না থাকা খালেদ, শরিফুল, হাসানদের জন্য সুযোগ; ও (হাসান) এখনও টেস্ট খেলেনি। যদি তারা খেলার সুযোগ পায়, নিজেদের চেনানোর দারুণ সুযোগ হবে এটা তাদের জন্য।’

এসএইচ/এইচজেএস