হার্দিককে পেতে দুই তারকাকে ছেড়ে দিচ্ছে মুম্বাই
গুজরাট টাইটান্স ছেড়ে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছেন এমন খবর দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। হার্দিককে দলে ভেড়াতে যে পরিমাণ অর্থ প্রয়োজন তা যোগাড় করতে একাধিক ক্রিকেটারকে বিক্রি করতে হবে তাদের।
ক্রিকইনফোর প্রতিবেদনে জানিয়েছে, পান্ডিয়াকে কেনা হবে পুরোপুরি নগদ টাকায়। আর এই জন্য মুম্বাইকে ১৫ কোটি রুপি দিতে হবে গুজরাটকে। এর সঙ্গে মুম্বাইকে ট্রান্সফার ফিও দিতে হবে। তবে সেই অঙ্কটা কত, তা অবশ্য জানানো হয়নি। এই ট্রান্সফার ফির ৫০ শতাংশ পেতে পারেন পান্ডিয়া। ধারণা করা হচ্ছে, এটা হতে পারে আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি।
বিজ্ঞাপন
সর্বশেষ নিলামের পর তাদের কাছে আছে এখন ৫ লাখ রুপি। আগামী মৌসুমের নিলামের জন্য তারা আরও ৫ কোটি খরচ করতে পারবে। যার অর্থ, পান্ডিয়াকে দলে ভেড়াতে হলে বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়তে হবে রোহিত শর্মার দলকে। আর সেটা করতে হবে ২৬ নভেম্বরে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার মধ্যে।
ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, হার্দিককে পেতে দুইজন ক্রিকেটারকে ছেড়ে দেবে মুম্বাই। ইংলিশ পেসার জোফরা আর্চার ও অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে বিক্রি করবে দলটি।
২০২২ সালের মেগা নিলাম থেকে ক্যামেরুন গ্রিনকে দলে ভিড়িয়েছিল মুম্বাই। এই অলরাউন্ডারকে পেতে তাদের খরচ করতে হয়েছিল সাড়ে ১৭ কোটি ভারতীয় রুপি। জোফরা আর্চারকেও একই নিলাম থেকে কিনেছিল মুম্বাই। এই ইংলিশ পেসারকে পেতে খরচ করতে হয়েছে ৮ কোটি ভারতীয় রুপি।
এইচজেএস