ভুলে যাওয়ার মতো বিশ্বকাপ আসর শেষ করে পাকিস্তান নতুন করে সুখী পরিবারের গল্প লেখার কাজ শুরু করেছে। যদিও পিসিবিতে নতুন নিয়োগ নিয়েও রয়েছে বিতর্ক। এরই মাঝে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন দেশটির ওপেনার ইমাম-উল-হক। ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান বিয়ে করেছেন নরওয়ে প্রবাসী আনমল মেহমুদকে। বিয়ে পরবর্তী অনুষ্ঠানে লাহোরে গত বৃহস্পতিবার আয়োজন করা হয় ‘কাওয়ালি নাইটস’। যেখানে সুরের মূর্ছনায় মেতেছেন তারকা ক্রিকেটার বাবর আজম ও শরফরাজ আহমেদরা।

ওই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। যার মধ্যে একটিতে পাকিস্তানের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজকেও আবেগী হয়ে গানের সুরে তাল মেলাতে দেখা যায়। তখন স্টেজে শিল্পীরা গাচ্ছিলেন ‘মেরা পিয়া ঘর আয়া’। কাওয়ালি অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিদেরও দেখা গেছে বেশ আমুদে মেজাজে।

পিসিবির প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ, সাবেক লেগ-স্পিনার মুশতাক আহমেদ ও পাকিস্তানের বেশ পরিচিত নারী ধারাভাষ্যকার জয়নব আব্বাস ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ইমামের জাতীয় দলের সাবেক ও বর্তমান সতীর্থদের মধ্যে এদিন হাজির হয়েছিলেন কামরান আকমল, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, উসমান কাদির এবং শাদাব খানরা। আনমল-ইমাম দম্পতির বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠান হবে আজ (শনিবার), পরদিন (২৬ নভেম্বর) ওয়ালিমা আয়োজনের কথা রয়েছে।

ইমাম-আনমল দম্পতি যথাক্রমে জমকালো কালো এবং ধুসর রঙের পোশাক পরেন কাওয়ালিতে। ইমামের গায়ে কালো চিকানকারি কুর্তা এবং সাদা-ধুসরের মিশেলে রাজকীয় পোশাকে দেখা যায় আনমলকে। ক্রিকেটার, বোর্ড কর্মকর্তাসহ অতিথিরা আকর্ষণীয় পোশাকে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে।

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে নতুন মিশন শুরু করতে চায় পাকিস্তান। ওয়ালিমা অনুষ্ঠান শেষ করেই ইমাম জাতীয় দলে যোগ দেওয়ার কথা রয়েছে। অজিদের সঙ্গে টেস্ট সিরিজকে সামনে রেখে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ২৮ নভেম্বর পর্যন্ত ক্যাম্প চলবে বাবরদের। পরবর্তীতে ৩০ নভেম্বর লাহোর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান টেস্ট দল।

এএইচএস