মাইকেল ভনের ভবিষ্যদ্বাণী
‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে পাকিস্তান’
নিজেদের কিছুটা দুর্ভাগা পাকিস্তান ভাবতেই পারে। সেইসঙ্গে নিজেদের খেলা নিয়ে হতে পারে চরম অসন্তুষ্ট। নয়ত বিশ্বকাপ শুরুর দিনদশেক আগেও যারা ছিল ওয়ানডের সেরা দল, তারাই কিনা যেতে পারেনি সেমিফাইনালে! আম্পায়ার্স কলের আক্ষেপ বাদ দিলেও, দলগতভাবে খুব বেশি ভাল করেনি পাকিস্তান। আর সেটার প্রভাবও দেখা দিয়েছে বিশ্বকাপের পরপরই।
পাকিস্তানের ক্রিকেটের আদ্যোপান্ত যেন পরিবর্তন করে ফেলা হয়েছে। দলে নতুন ডিরেক্টর এবং কোচ হিসেবে এসেছেন মোহাম্মদ হাফিজ। প্রধান নির্বাচকের ভূমিকায় আছেন ওয়াহাব রিয়াজ। বোলিং কোচের পদে আছেন উমর গুল এবং সাঈদ আজমলের মত অভিজ্ঞ এবং পরীক্ষিত সাবেকরা। এমনকি বাবর আজমকে বাদ দিয়ে আনা হয়েছে নতুন অধিনায়ক।
বিজ্ঞাপন
— Michael Vaughan (@MichaelVaughan) November 23, 2023
এসব কারণেই এবার পাকিস্তান ক্রিকেট নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন সাবেক ইংলিশ ক্রিকেটার এবং সফল অধিনায়ক মাইকেল ভন। ভনের মতে, পাকিস্তান বেশ ভালোই করবে সামনের দিনগুলোতে। এমনকি এই দলটিই ২০২৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে। ‘ক্লাব প্রেইরি ফায়ার’ পডকাস্টে পাকিস্তান দলের এসব পরিবর্তন নিয়ে কথা বলেছেন ভন। সেখানেই পরের বিশ্বকাপে পাকিস্তানের সাফল্য নিয়ে উচ্চাশা দেখিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
পডকাস্টের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছেন ভন। পোস্টটির ক্যাপশনে দিয়েছেন নিজের ভবিষ্যদ্বাণী -‘তারা টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতবে।’
আরও পড়ুন
পাকিস্তান ক্রিকেটের দায়িত্বে মোহাম্মদ হাফিজের অন্তর্ভুক্তিতেই যেন বেশি খুশি ভন। হাফিজই দল পরিবর্তন করে দেবেন এমন ভাবনাও আছে তার মাঝে, ‘তারা একটি নতুন দল গঠন করেছে। আমার বন্ধু মোহাম্মদ হাফিজ ডিরেক্টর এবং প্রধান কোচের দায়িত্ব নিয়েছে। সে দলটাকে দেখভাল করবে, যা চমৎকার ব্যাপার।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম সফল দল পাকিস্তান। ২০০৭ সালে রানার্সআপ হওয়ার পর ২০০৯ আসরে চ্যাম্পিয়ন হয় দলটি। এরপর ২০১০ আর ২০১২ আসরে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল তারা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে রানারআপ হয় পাকিস্তান।
২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এই টুর্নামেন্ট সামনে রেখে জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে প্রস্ততি শুরু করবে পাকিস্তান।
জেএ