আভেষকে ধারে নিলো রাজস্থান, লক্ষ্ণৌতে পাডিক্কাল
আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসরের নিলাম। তার আগে ২৬ নভেম্বরের মধ্যে সবগুলো ফ্যাঞ্চাইজিকে তাদের খেলোয়াড়ের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে বলেছে আইপিএল কতৃপক্ষ। নিলামের আগে নতুন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে না পারলেও ধারে ক্রিকেটার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
গত আসরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন আভেষ খান। তবে আসন্ন আসরে এই পেসারকে দেখা যাবে রাজস্থান রয়্যালসের জার্সিতে। লক্ষ্ণৌ থেকে তাকে ধারে নিয়েছে ফ্যাঞ্চাইজিটি। আভেষেকে দেওয়ার বিনিময়ে দেবদূত পাডিক্কালকে পেয়েছে লক্ষ্ণৌ।
বিজ্ঞাপন
২০২২ সালের মেগা আসর থেকে ১০ কোটি রুপিতে আভেষকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ। দলটির হয়ে সেই আসরে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এই পেসার। তবে ২০২৩ আসরে সুবিধা করতে পারেননি। শেষ আসরে ৯ ম্যাচ খেলে পেয়েছিলেন ৮ উইকেট।
রাজস্থানের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা আভেষকে নিয়ে বলেন, 'গত কয়েক বছরে আভেষ নিজেকে প্রমাণ করেছে, দেশের অন্যতম সেরা পেসার সে।'
অন্যদিকে পাডিক্কালকেও ২০২২ সালের মেগা আসর থেকে দলে ভিড়িয়েছিল রাজস্থান। সেই আসরে দলটির হয়ে শতভাগ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সর্বশেষ আসরে মাত্র ১১ ম্যাচে একাদশে জায়গা পান। সবমিলিয়ে ফ্যাঞ্চাইজিটির হয়ে প্রায় ২৪ গড়ে ৬৩৭ রান করেছেন তিনি।
এইচজেএস