বিশ্বকাপ শেষের চারদিন পার হয়েছে। টুর্নামেন্টের দুই ফেবারিট ভারত আর অস্ট্রেলিয়ার ফাইনাল শেষে নিজেদের ষষ্ঠ শিরোপা উঁচিয়ে ধরেছে অস্ট্রেলিয়া। আসরে দুর্দান্ত খেলা উপহার দেওয়া ভারতের হার যেমন ছিল অপ্রত্যাশিত, তেমনি অপ্রত্যাশিত ছিল বাংলাদেশের পারফর্ম্যান্সও। পুরো আসরে ৯ ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে কেবল দুই ম্যাচে। 

সদ্য সমাপ্ত বিশ্বকাপের খেলোয়াড়দের নিয়ে নিজ নিজ পছন্দের দল তৈরি করেছেন অনেকে। আইসিসি আর উইজডেনও প্রকাশ করেছে টুর্নামেন্টের সেরা দল। অনুমিতভাবেই তাতে জায়গা হয়নি বাংলাদেশের কোন খেলোয়াড়ের। তবে ইংলিশ ক্রিকেটার জেমস অ্যান্ডারসনের দলে ঠিকই জায়গা করে নিয়েছেন এক বাংলাদেশি। 

বিশ্বকাপের পারফর্ম্যান্সের ভিত্তিতে জেমস অ্যান্ডারসনের করা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়াও আছেন মোহাম্মদ রিজওয়ান, ডেভিড মালানের মতো ক্রিকেটাররাও। একমাত্র ভারত থেকেই রাখা হয়েছে দুজন ক্রিকেটার। অস্ট্রেলিয়া থেকে আছেন শুধুমাত্র অ্যাডাম জাম্পা। 

জেমস অ্যান্ডারসনের এই একাদশে সব দেশ থেকেই অন্তত একজন করে রাখা হয়েছে। বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন শুধুমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ। 

অ্যান্ডারসনের বিশ্বকাপ সেরা একাদশ

ডেভিড মালান (ইংল্যান্ড), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাশমতউল্লাহ শহীদি (আফগানিস্তান), মাহমুদউল্লাহ রিয়াদ (বাংলাদেশ), স্কট এডওয়ার্ডস (নেদারল্যান্ডস), দিলশান মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা), জেরাল্ড কোয়েটজে (সাউথ আফ্রিকা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ও মোহাম্মদ শামি (ভারত)।

এসএইচ/জেএ