এটাই কি নতুন দিনের ভারত?
বিশ্বকাপ শেষের মাত্র ৪দিন পরেই আবার মাঠে নামতে হচ্ছে ভারতকে। প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। নিজ দেশের মাটিতে এই দলের বিপক্ষেই ফাইনালে হারতে হয়েছে তাদের। নতুন শুরুটাও তাদেরই বিপক্ষে। বিশ্বকাপের পর এমন এক দল নিয়ে ভারত নামছে, যেখানে কদিন আগের স্কোয়াড থেকে আছেন মাত্র তিন জন। এমনকি দলের কোচিং প্যানেলেও আছে পরিবর্তন।
বিশ্বকাপ দলে সিনিয়র খেলোয়াড়ের কমতি ছিল না। রোহিত শর্মা, বিরাট কোহলি বা রবীন্দ্র জাদেজারা তো ক্যারিয়ারের গোধূলিলগ্নে আছেন। বেলায় বেলায় মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহদের ক্যারিয়াটাও কম লম্বা না। বলতে গেলে ক্যারিয়ারের মধ্যগণনে আছেন তারা। একেবারেই তরুণ ক্রিকেটারদের মধ্যে তেমন কেউই ছিলেন না ভারতের সেই স্কোয়াডে।
বিজ্ঞাপন
তবে আজ বৃহস্পতিবার ভারতের যে স্কোয়াড মাঠে নামতে যাচ্ছে, সেই স্কোয়াডের দিকে খানিকটা চোখ রাখতেই হয়। এই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটার তিনি। সূর্যকুমার ছাড়া বিশ্বকাপ দলের আর মাত্র দুজন আছেন এই সিরিজে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঈশান কিষান ও পেসার প্রসিধ কৃষ্ণা আছেন স্কোয়াডে। শেষ দুই টি-টোয়েন্টির জন্য এই সিরিজে আসবেন শ্রেয়াশ আইয়ার।
ভারতের এই ম্যাচের সম্ভাব্য স্কোয়াড দেখেই বোঝা যেতে পারে ভবিষ্যত ভারত ঠিক কেমন হতে পারে। বিশাখাপত্তমের এই ম্যাচে ভারত দলে যারাই আছেন, তাদের প্রায় বেশিরভাগই এখনো টেস্ট খেলতেই নামেননি।
অজিদের বিপক্ষে এই সিরিজের স্কোয়াডের দিকে লক্ষ্য করা যাক। দলের প্রায় সকলেই নবীন। ঈশান কিষান, ঋতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, শিভাম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, আর্শদ্বীপ সিং, আভেশ খান, মুকেশ কুমার। এদের নিয়ে অজি বধের পরিকল্পনা সাজাচ্ছেন কোচ ভিভিএস লক্ষ্মণ।
দলের কোচিং প্যানেলেও আছে পরিবর্তন। এই সিরিজে ভারতের কোচ হিসেবে থাকছেন সাবেক ব্যাটার লক্ষ্মণ। এর আগে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ ছিলেন লক্ষ্মণ। ধারণা করা হচ্ছে, রাহুল দ্রাবিড়ের পর তাকেই দেখা যেতে পারে ভারতের কোচ হিসেবেএট
জেএ