মেসি বনাম রোনালদো, ফাইনাল ডান্স— এমনই এক তথ্য দেখার পর ফুটবলবিশ্ব আরও একবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই দেখার রোমাঞ্চ অনুভব করতে শুরু করেছিল। এই টুইটটি করেছিলেন ফুটবলের দলবদল বিষয়ক বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। লিওনেল মেসির ইন্টার মায়ামি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসর মুখোমুখি হতে পারে হঠাৎই গুঞ্জন ওঠে। সেই আলোচনায় পানি ঢেলে দিয়েছে মেসির আমেরিকান ক্লাব মায়ামি।

এক বিবৃতিতে বিষয়টি নাকচ করে দিয়েছে আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। ফ্লোরিডার দলটি জানিয়েছে, প্রাক্‌–মৌসুম সফরে এমন কোনো পরিকল্পনা নেই তাদের। এর আগে কেবল রোমানোই নন, দল দুটির মুখোমুখি লড়াইয়ের খবর দিয়েছিল বার্তা সংস্থা এএফপিসহ বেশ কয়েকটি ইউরোপীয় সংবাদমাধ্যম।

এএফপি জানিয়েছিল, আগামী ফেব্রুয়ারিতে রিয়াদ সিজন কাপে মেসির মুখোমুখি হবেন রোনালদো। সেখানে আল নাসর ও আল-হিলালের পাশাপাশি মেসির ক্লাব ইন্টার মায়ামিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের দিন-তারিখ জানায়নি তারা। খবরটি সত্যি হলে বিশ্বফুটবলের অন্যতম সেরা তিন তারকা মেসি-রোনালদো ও নেইমারকে পরস্পর প্রতিযোগিতা করতে দেখা যেত!

পরে বিষয়টি নাকচ করে দিয়ে এক বিবৃতিতে মায়ামি জানায়, ‘একটি ঘোষণায় বলা হয়েছে ইন্টার মায়ামি রিয়াদ সিজন কাপে খেলবে, এটি সঠিক নয়। বিবৃতিতে দলের মালিক জর্জ মাসের কথাও বলা হয়েছে। অথচ এ বিষয়ে ব্যক্তিগত কিংবা প্রকাশ্যে প্রাক্‌–মৌসুম সফর–সম্পর্কিত কোনো মন্তব্য করেননি তিনি। ইন্টার মায়ামি প্রথম দিন থেকেই একটি বৈশ্বিক ব্র্যান্ড হতে চেয়েছে। ২০২৪ প্রাক্‌–মৌসুমের সূচি কেমন হবে, সেটা নিয়ে এখনও আলোচনা করছি আমরা। আগামী সপ্তাহে সেই সূচি ঘোষণা করা হবে– ইন্টার মায়ামি প্রথম আন্তর্জাতিক সফরে খেলোয়াড়দের প্রদর্শনের জন্য উন্মুখ হয়ে আছে।’

এর আগে ইউরোপ মাতানো বিশ্বসেরা এই দুই ফুটবলার সর্বশেষ জানুয়ারিতে মুখোমুখি হয়েছিলেন। পর্তুগিজ তারকা রোনালদো রিয়াদ অলস্টার একাদশের হয়ে এবং পিএসজির খেলেছিলেন মেসি-নেইমার ও এমবাপেরা। যেখানে রোনালদো জোড়া গোল করেন, জালের দেখা পান মেসিও। তবে ম্যাচটি পিএসজি জিতে নিয়েছিল ৫-৪ গোলের ব্যবধানে। এরপর রোনালদোর মতো মেসিও ইউরোপ ছেড়ে পাড়ি জমান আমেরিকান লিগে। ফলে দুজনের সহসাই মুখোমুখি হওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে যায়।

সে হিসেবে মায়ামি-আল নাসরের মুখোমুখি হওয়ার গুঞ্জন নতুন করে আশা সঞ্চার করেছিল মেসি-রোনালদো ভক্তদের মনে। এ নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ লা লিগার দল আলমেরিয়ার মালিক এবং সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) বিভাগের চেয়ারম্যান তুর্কি আল-শেখের বরাতে খবর দিয়েছিল। যেখানে তিন দলের অংশগ্রহণে ফেব্রুয়ারিতে রাউন্ড রবিন পদ্ধতিতে সিজন কাপ অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করা হয়।

এএইচএস