বোলারদের জন্যও ‘টাইমড আউটে’র মতো নিয়ম আইসিসির
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো সদ্য সমাপ্ত বিশ্বকাপে ‘টাইমড আউটে’র নজির দেখা গিয়েছিল। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট করেছিলেন সাকিব আল হাসানরা। যা নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক সমালোচনা তৈরি হয়। তবে সেই নিয়মটি তো বহাল থাকছেই, একইসঙ্গে বোলারদের জন্যও ‘টাইমড আউটে’র মতো নতুন নিয়ম করেছে আইসিসি। ব্যাটসম্যানদের মতো বোলাররাও এখন নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শুরু করতে হবে। অন্যথায় তাদেরও দিতে হবে ৫ রানের পেনাল্টি!
আজ (মঙ্গলবার) আহমেদাবাদের নরমাদায় অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে আলোচনা করা হয় যে– বোলাররাও যেন প্রতি ওভারের মাঝে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের বিরতি দেয়। এক ইনিংসে যদি তিনবার এর চেয়ে বেশি সময় দেরি করে, তাহলে ফিল্ডিংরত দলকে ৫ রান পেনাল্টি করা হবে। ওই ৫ রান যোগ হবে ব্যাটসম্যানদের দলে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নতুন এই নিয়ম কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। যা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলবে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। আর বিষয়টি পরীক্ষার জন্য প্রতি ওভারের মাঝে ঘড়িতে সময় দেখা হবে। আর এটিকে নাম দেওয়া হয়েছে ‘স্টপ ক্লক’ পদ্ধতি। সে অনুসারে- বোলিংকারী দলকে পরের ওভার শুরু করতে হবে পরবর্তী ৬০ সেকেন্ডের মধ্যে। এর ভেতর ওই দল বল করতে প্রস্তুত না থাকলে, আম্পায়াররা তাদের সতর্ক করবেন। এভাবে নির্ধারিত এই সময়টা তিনবার অতিক্রম করে গেলে তাদের জরিমানা হিসেবে দিতে হবে ৫ রান।
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 21, 2023
সভায় আইসিসি আরও জানিয়েছে, তারা পিচ পরিবর্তন ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে যাচ্ছে। পিচের মূল্যায়নের ক্ষেত্রে কোনো ভেন্যু যদি ৬টি ডেমেরিট পয়েন্ট পায় ৫ বছরের মধ্যে তাহলে তাদের আন্তর্জাতিক মর্যাদা কেড়ে নেওয়া হবে। আগের নিয়ম অনুযায়ী সেটি ছিল ৫টি ডিমেরিট পয়েন্ট।
আজকের সভায় আইসিসি শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর সরিয়ে নিয়েছে। ফলে ১৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। একইসঙ্গে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কান ক্রিকেটের সদস্যপদ কেড়ে নেওয়ার সিদ্ধান্ত এখনও বহাল রেখেছে আইসিসি।
এএইচএস