আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। তিন ম্যাচের এই সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রধান নির্বাচক হিসেবে ওয়াহাব রিয়াজের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এটা।

প্রথমবারের মতো পাকিস্তান টেস্ট দলে ডাক পেয়েছেন সাইয়ুম আইয়ুব ও খুররম শেহজাদ। মূলত ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করায় এবার জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাচ্ছেন তারা। দলে ফিরেছেন তিন ক্রিকেটার। তারা হলেন ফাহিম আশরাফ, মীর হামজা ও মোহাম্মদ ওয়াসিম।

অস্ট্রেলিয়া সফর দিয়েই টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে শান মাসুদের। ১৪ ডিসেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। আর নতুন বছরের ৩-৭ জানুয়ারী সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট সিডনিতে।

দল নির্বাচন নিয়ে নতুন প্রধান নির্বাচক ওয়াহাব বলেন, ‘অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং কন্ডিশনের কথা ভেবেই এমন দল সাজানো হয়েছে। আমরা পিচের কথা ভেবেছি, বাড়তি পেসার নিয়েছি। যাতে তিন ম্যাচেই টিম ম্যানেজমেন্টের কাছে দল নির্বাচনের ব্যাপারে বিকল্প থাকে।'

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, নোমান আলী, সাইয়িম আইয়ুব, সালমান আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।

এইচজেএস