লাখো দর্শককে স্তব্ধ করে দিয়ে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরলো অস্ট্রেলিয়া। আহমেদাবাদে রোববারের ফাইনালে স্বাগতিক ভারতকে ৬ উইকেটের পরাজয় উপহার দিয়েছে অজিরা। পুরো টুর্নামেন্টে ব্যাটে-বলে দাপট দেখানো ভারত এদিন ছিল বিবর্ণ। টুর্নামেন্টে প্রথমবারের মত অলআউট হয়েছে তারা। ২৪০ রানেই থেমেছে রানের চাকা। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও শেষ পর্যন্ত ঠিকই ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড এবং মার্নাস ল্যাবুশেনের ১৯২ রানের জুটি ভারতকে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল। তবে ম্যাচ শেষ করতে পারেননি হেড। জয় থেকে মাত্র ২ রান দূরে থাকতেই আউট হন এই ওপেনার। 

ছবিতে দেখে নেওয়া যাক জমজমাট এই ফাইনালের প্রতিচ্ছবি
 

ব্যাট হাতে চেনা ছন্দে নেই ভারত। এরমাঝে আউট হয়ে দলের চাপ আরও বাড়িয়েছেন বিরাট কোহলি। আউটের পর অভিব্যক্তিটাই যেন সব হতাশা বুঝিয়ে দিচ্ছে। 

টস জিতে ফিল্ডিং নিয়ে দারুণ দাপট অস্ট্রেলিয়ার বোলারদের। স্টার্ক-হ্যাজলউডদের আগুনে বোলিংয়ে আড়াইশোর আগেই অলআউট হয়ে গেছে ভারত।

ব্যাটিং ব্যর্থতার পর বল হাতে শুরুটা দারুণ ছিল ভারতের। তবে স্বাগতিকদের মাথাব্যথা বাড়ালেন হেড। অজি এই উইকেটকিপার ব্যাটারের অনবদ্য সেঞ্চুরিতে শিরোপার দ্বারপ্রান্তে চলে যায় অস্ট্রেলিয়া।
জেএ