ফাইনালের ধারাভাষ্যে একঝাঁক তারকা
বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনাল আজ (রোববার)। আইসিসির এই মেগা আসরের ফাইনালে দুপুরে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবে এমন ম্যাচে সাবেক ও বর্তমান তারকাদের ছড়াছড়ি দেখা যাবে। এর মধ্যে ধারাভাষ্য বক্সেও দেখা যাবে সাবেক ক্রিকেট তারকাদের। এরকম ১৫ জনের এলিট ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে আইসিসি।
যেকোনো ক্রীড়াতেই ধারাভাষ্য ম্যাচজুড়ে আলাদা উন্মাদনা যোগ করে। প্রতিপক্ষ দলগুলোর সমর্থক, খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স এবং সামগ্রিক আবহ তারা শব্দের গাঁথুনিতে ফুটিয়ে তোলেন। এতে যেমন আনন্দপূর্ণ মুহূর্তে আরও ভাবাবেগে ভেসে যান নিকট ও দূরের ক্রিকেট সংশ্লিষ্টরা, আবার কখনও পরাজয়ের গ্লানি তাদের আরও আচ্ছন্ন করে ফেলে। সবমিলিয়ে ধারাভাষ্য ছাড়া কোনো খেলাই কল্পনা করা যায় না, বিশেষত বড় টুর্নামেন্ট!
বিজ্ঞাপন
আইসিসি ঘোষিত ফাইনালের ধারাভাষ্য প্যানেলে রয়েছেন— ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী থেকে ইংল্যান্ডের নাসের হুসেনরা। ধারাভাষ্যকারদের লাইন-আপে রয়েছেন হার্শা ভোগলে, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, রিকি পন্টিং, মার্ক হাওয়ার্ড, দীনেশ কার্তিক, ম্যাথু হেইডেন, ইয়ন মরগান, শেন ওয়াটসন, অ্যারন ফিঞ্চ, সঞ্জয় মাঞ্জরেকার ও কাস নাইডু। স্বাভাবিকভাবে ধারাভাষ্যে দুই ফাইনালিস্ট দল ভারত-অস্ট্রেলিয়ানদেরই আধিক্য রয়েছে।
আরও পড়ুন
আজ দুপুর আড়াইটায় আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোমাঞ্চকর এই ফাইনাল অনুষ্ঠিত হবে। যার জন্য শেষ সময়ের প্রস্তুতি নিয়ে দারুণ লড়াইয়ের অপেক্ষায় রোহিত শর্মা ও প্যাট কামিন্সের দল। দুই দলের ক্রিকেটাররা যখন মাঠে পারফর্মের উত্তাপ ছড়াবেন, ধারাভাষ্যে তখন সেই তাপে ঘি ঢালবেন সাবেক তারকা ক্রিকেটার ও বিশ্লেষকরা।
এবারের আসরে টানা ১০টি ম্যাচ জিতে ভারত বিশ্বকাপের ফাইনালে উঠেছে। যার শুরুটা হয়েছিল ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে দিয়ে। একপেশে ম্যাচটি লড়াইয়ের ঝাঁজ ছড়াতে ব্যর্থ অস্ট্রেলিয়া। যদিও ফাইনালের মতো মঞ্চে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সেই স্মৃতি ফেরাতে চাইবেন না। একইসঙ্গে তাদের কাছে স্মরণীয় হয়ে আছে আগের একটি বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারানোর সুখস্মৃতি। দুইবারের শিরোপাধারী ভারত এ নিয়ে মোট চারটি ফাইনাল খেলছে।
অন্যদিকে, আসরের প্রথম দুই ম্যাচে হারলেও এরপর টানা ৮ ম্যাচ জিতে ফাইনালের মঞ্চে ওঠে অজি বাহিনী। ভারতের মতো তারাও টুর্নামেন্টজুড়ে নিজের ফর্মের জানান দিয়ে আসছে। যদিও ভারতের বেশিরভাগ ম্যাচেই ছিল রোহিতদের একচেটিয়া দাপট। এর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শেষ হাসি হেসেছিল অস্ট্রেলিয়া। এবারের লড়াইয়ের আগে সেই আলোচনা ঘুরেফিরে সামনে আসছে। রোহিরা তার বদলা নিতে পারেন কি না সেটাই এবার দেখার পালা!
এএইচএস