ফাইনালের দুদিন আগেই পিচ পরখ করে নিচ্ছেন রোহিত
প্রথম সেমিফাইনালের পিচ নিয়ে কম বিতর্ক হয়নি। গত বুধবার খেলা মাঠে গড়ানোর আগমুহূর্তে মুম্বাইয়ের ওয়াংখেড়ের পিচ বদলের অভিযোগ উঠেছিল ভারতের বিরুদ্ধে। নির্ধারিত পিচে না খেলে ব্যবহৃত পিচ বেছে নেওয়া হয়েছিল সেদিন। যা নিয়ে জল অনেকদূর গড়ায়। পরে বিবৃতি দিতে বাধ্য হয় আইসিসি। তারা স্রেফ জানিয়ে দেয়, এই ধরনের প্রতিযোগিতার শেষ দিকে পিচে বদল স্বাভাবিক ব্যাপার। আইনেও তেমন বিধিনিষেধ অবশ্য নেই। তবে অনেকে বিষয়টিকে দেখছেন, অকারণে গায়ে বিতর্কের কালি লেপন হিসেবে। ভারত যখন দুর্দান্ত ছন্দে আছে, রাউন্ড রবিন লিগে অপরাজিত; এমনটা না করলেই বরং ভালো ছিল।
এদিকে, পিচ বিতর্কের ম্যাচে নিউজিল্যান্ডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে এক যুগ পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। আগামী রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গতকাল (বৃহস্পতিবার) কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল চলাকালেই ফাইনালের ভেন্যুতে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। আজ (শুক্রবার) মাঠেও নেমে পড়েছেন স্বাগতিকরা। এর মধ্যেই রোহিতকে দেখা গেছে পিচ পরখ করতে।
Rohit takes a first look at the Ahmedabad pitch #CWC23 #CWC23Final
Posted by ESPNcricinfo on Friday, November 17, 2023
প্রথম সেমিফাইনালের পিচ বদল নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন এক প্রতিবেদনে জানায়, ‘ভারতীয় স্পিনারদের সুবিধা দিতে আলাদা পিচ বেছে নেওয়া হয়েছে। আইসিসির পিচ কনসালটেন্ট অ্যান্ডি অ্যাটকিনসনের সঙ্গে বিসিসিআই একটি সম্মতিতে পৌঁছেছিল যে– ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের জন্য অব্যবহৃত একটি পিচ দেওয়া হবে। কিন্তু সেই পিচের পরিবর্তে ইতোমধ্যে চলতি টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়া ২২ গজকে বেছে নেওয়া হয়েছে।’
সংবাদমাধ্যমটি সেসময় আরও একটি দাবি করে, সেমিফাইনাল জিতে ভারত ফাইনালে উঠতে পারলে ‘তারা একই কাজ করবে।’ অর্থাৎ রোহিত শর্মার দল ফাইনালে উঠলে উইকেট পাল্টানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছেন ব্রিটেনের খ্যাতিমান ক্রীড়া সংবাদকর্মী, লেখক ও উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথ। আগামী রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। এই মাঠে লিগ পর্বে অনুষ্ঠিত চার ম্যাচের তিনটিতে ভিন্ন ভিন্ন উইকেটে খেলা হয়েছে।
আরও পড়ুন
অবশ্য বিতর্কের মুখে আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘এই ধরনের প্রতিযোগিতার শেষ দিকে পিচে বদল স্বাভাবিক ব্যাপার। আগেও এই ঘটনা দেখা গেছে। আয়োজক দেশের যে মাঠে খেলা হচ্ছে, সেই মাঠের পিচ প্রস্তুতকারকের পরামর্শে বদল হতে পারে। আইসিসির পিচ প্রস্তুতকারককে এই বিষয়ে জানানো হয়েছে।’
এফআই