যে কারণে নিউজিল্যান্ড সিরিজ খেলতে চান না লিটন
বিশ্বকাপ ব্যর্থতা শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন অবস্থান করছেন পরিবারের সঙ্গে। তবে ক্রিকেটার লিটন দাসের ঘরে চলছে আনন্দের জোয়ার। আগামী কয়েকদিনের মধ্যেই প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন টাইগার এই ওপেনার। যে কারণে পরিবারের কাছে থাকতে বিশ্বকাপ থেকে দুইবার দেশে ফিরেছিলেন তিনি।
গেল সপ্তাহখানেক ধরেই শোনা যাচ্ছিল সন্তানসম্ভবা লিটনের স্ত্রী। তবে গতকাল আনুষ্ঠানিকভাবে বাবা হওয়ার কথা প্রকাশ্যে আনেন লিটন দম্পতি। বেবি শাওয়ারের ছবি প্রকাশ করে সকলের কাছে চেয়েছেন দোয়া। কবে নাগাদ তাদের ঘর আলো করে সন্তান আসবে সেটি অবশ্য এখনো অজানা।
বিজ্ঞাপন
এদিকে দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের পরবর্তী সিরিজ। চলতি মাসের ২১ নভেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। সাকিব আল হাসান না থাকায় এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছিলেন লিটনই। তবে জানা গিয়েছে তিনি ছুটি চেয়েছেন।
আরও পড়ুন
বিষয়টি ঢাকাপোস্টকে নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আলাপ চলাকালে নান্নু বলছিলেন, ‘সে (লিটন) চিঠি পাঠিয়েছে, তার পারিবারিক সমস্যার কথা বলেছে। আজকে আমরা বসে সিদ্ধান্ত নিব কি করব না করব।'
এদিকে তোড়জোড় চলছে নিউজিল্যান্ডের বিপক্ষে দল গোছানো নিয়ে। সেক্ষেত্রে এই টেস্ট সিরিজের দল আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করা হবে জানতে চাইলে নান্নু বলেন, 'আগামীকালই দল ঘোষণা করে দিব।'
Celebrating the upcoming arrival of our little bundle of joy! #LKD16
Posted by Litton Kumer Das on Wednesday, November 15, 2023
এর আগে, কাঁধের ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিশ্বকাপ শেষে এবার বিশ্রামে থাকবেন টাইগার এই পেসার। মূলত মাসেল টিয়ারের সমস্যায় ভুগছেন তাসকিন। তাই ঝুঁকি না নিতেই আসন্ন টেস্ট সিরিজে বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জাতীয় দলের চতুর্থ সদস্য হিসেবে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তাসকিন। এর আগে তাসকিন ছাড়াও এবাদত হোসেন এবং সাকিব আল হাসানের না থাকা নিশ্চিত হয়েছিল। টেস্ট সিরিজের প্রথমটিতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কার বিপক্ষে আঙ্গুলে চোট পেয়ে আসর থেকে ছিটকে যান বাংলাদেশের এই অধিনায়ক। তবে দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরতে পারেন এমন সম্ভাবনা আছে। আর হাঁটুর ইনজুরির কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকবেন এবাদত।
এসএইচ/জেএ