গেইলকে ছাড়িয়ে রোহিতের বিশ্বরেকর্ড
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের লাল মাটির পিচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। আর সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করছেন তিনি নিজেই। ৬ষ্ঠ ওভারের মাঝেই ৫০ রান পার করেছে ভারত। আর ব্যাট করতে নেমেই নতুন ইতিহাস গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
এদিন ব্যাট করতে নেমে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছয় হাঁকানোর নতুন রেকর্ড গড়েছেন রোহিত। পেছনে ফেলেছেন ২০১৫ সালে ক্রিস গেইলের গড়া রেকর্ড। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত সেই আসরে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার সবমিলিয়ে ২৬ ছক্কা হাঁকিয়েছিলেন। নিউজল্যান্ডের বিপক্ষে রোহিত ছাড়িয়ে গেলেন সেটা। ট্রেন্ট বোল্টের বলে ছয় হাঁকিয়ে রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক।
বিজ্ঞাপন
একই দিনে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটাও নিজের করে নিয়েছেন রোহিত। ভারতের এই ওপেনার এখন পর্যন্ত বিশ্বকাপে ৫১ বার বল হাওয়ায় ভাসিয়ে সীমানাছাড়া করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ ছক্কা হাঁকিয়েছেন সেই ক্রিস গেইলই। এই তালিকায় এবারের বিশ্বকাপ খেলা আরও দুজন আছেন। ৪৩ ছক্কা নিয়ে তিনে আছেন ম্যাক্সওয়েল। আর ৩৭ ছয় নিয়ে পাঁচে ওয়ার্নার।
তবে রেকর্ডগড়া এই ইনিংসে বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি রোহিত শর্মা। ৪৭ রান করেই মিড অনে ক্যাচ দিয়েছেন তিনি। টিম সাউদিকে উড়িয়ে মারতে গিয়ে উইলিয়ামসনের ক্যাচে পরিণত হয়েছেন তিনি। তবে ৪৭ রানের এই ইনিংসেও রোহিত মেরেছেন ৪টি ছক্কা। এই ইনিংসে অবশ্য এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকাতেও নিজেকে উপরে উঠিয়েছেন রোহিত। বিশ্বকাপে এখন পর্যন্ত তার রান ৫৫০।
জেএ