ভারতকে সুবিধা দিতে পিচ বদল, আইসিসির নিয়ম কী বলছে?
নক-আউটের লড়াই শুরুর আগেই পিচ নিয়ে তুমুল বিতর্ক। প্রথম সেমিফাইনালের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আগেই নির্ধারিত পিচ পরিবর্তন করে ভারতকে সুবিধা দিতে আলাদা পিচ বাছাইয়ের অভিযোগ উঠেছে। নতুন পিচের বদলে খেলা হবে আগের ব্যবহৃত পিচে।
ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার ৭ নম্বর পিচে হওয়ার কথা ছিল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে এখন ম্যাচটি হবে ৬ নম্বর পিচে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ নম্বর পিচে কোনো ম্যাচ খেলা হয়নি। নক-আউট পর্বের জন্যই মূলত তৈরি করা হয়েছিল এটি। ৬ নম্বর পিচে হয়েছে দুটি ম্যাচ।
বিজ্ঞাপন
বিশ্বকাপের জন্য আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, যে কোনো ম্যাচের পিচ নির্ধারণ স্ব-স্ব মাঠ কর্তৃপক্ষ ঠিক করবে। এক্ষেত্রে এই দায়িত্ব বর্তায় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আইসিসির স্বতন্ত্র পিচ কনসালটেন্ট অ্যান্ডি অ্যাটকিনসনের ওপর। শেষ মুহূর্তে আচমকা এমন পিচ পরিবর্তন নিয়ে আইসিসিতে এক মেইল বার্তায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অ্যাটকিনসন। পরে যেটি ফাঁস হয়ে যায়।
সংবাদমাধ্যম মেইল অনলাইন বলছে, ‘ আইসিসির পিচ কনসালটেন্ট অ্যান্ডি অ্যাটকিনসনের সঙ্গে বিসিসিআই একটি সম্মতিতে পৌঁছেছিল যে– ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের জন্য আজ অব্যবহৃত একটি পিচ দেওয়া হবে। কিন্তু সেই পিচের পরিবর্তে ইতোমধ্যে চলতি টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়া ২২ গজকে বেছে নেওয়া হয়েছে।’
সেমিফাইনালের উইকেট পাল্টানোয় ফাইনালেও একই কাজ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয় প্রতিবেদনে। দাবি করা হয়েছে, সেমিফাইনাল জিতে ভারত ফাইনালে উঠতে পারলে ‘তারা একই কাজ করবে।’ অর্থাৎ রোহিত শর্মার দল ফাইনালে উঠলে উইকেট পাল্টানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছেন ব্রিটেনের খ্যাতিমান ক্রীড়া সংবাদকর্মী, লেখক ও উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক লরেন্স বুথ।
আরও পড়ুন
আগামী রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। এই মাঠে লিগ পর্বে অনুষ্ঠিত চার ম্যাচের তিনটিতে ভিন্ন ভিন্ন উইকেটে খেলা হয়েছে। এমনকি আজকের ম্যাচের জন্য মুম্বাইয়ের ৬ নম্বর পিচ ব্যবহারের বিষয়ে ভারতীয় বোর্ড ও আইসিসি হোয়াটস্যাপে মেসেজ আদান-প্রদান করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 15, 2023
পিচ পরিবর্তন নিয়ে আইসিসির নিয়ম কী বলছে?
আইসিসির নীতিমালায় কোথাও উল্লেখ নেই, নক-আউট ম্যাচের জন্য অব্যবহৃত পিচই ব্যবহার করতে হবে। পিচ ও আউটফিল্ডের ব্যাপারে সম্ভাব্য সেরা পিচ ও আউট ফিল্ড ব্যবহারের কথাই বলা আছে। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে দুটি সেমিফাইনাল ম্যাচই হয়েছে অব্যবহৃত পিচে। তবে গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার টুর্নামেন্টে আগে ব্যবহৃত পিচেই খেলা হয় শেষ চারের দুটি ম্যাচ।
এফআই