আরেকটি ব্যর্থ বিশ্বকাপ পাকিস্তানের। বিশ্বকাপ শুরুর আগে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল ম্যান ইন গ্রিনদের। আইসিসি র‌্যাংকিংয়ে শীর্ষস্থান নিয়ে ভারত বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তান বিদায় নিয়েছে রাউন্ড রবিন লিগ পর্বেই। একবিংশ শতাব্দীতে অনুষ্ঠিত হওয়া ৬ বিশ্বকাপের পাঁচটিতেই শেষ চারে খেলতে ব্যর্থ হয়েছে ৯২’ বিশ্বচ্যাম্পিয়নরা।

পাকিস্তানের এমন কঠিন পরিস্থিতির জন্য অনেকেই দুষছেন অধিনায়ক বাবর আজমকে। সাবেকদের কেউ কেউ তাকে নেতৃত্ব ছাড়তেও চাপ দিচ্ছেন। এর মধ্যেই শোনা যাচ্ছিল, বিশ্বকাপের পর দেশে ফিরেই নেতৃত্ব ছাড়তে চলেছেন বাবর। 

এবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ দাবি করেছে, বাবর নিজ থেকে পদত্যাগপত্র জমা দিলে সেটি গ্রহণ করবে পিসিবি। অন্যথায় তার নেতৃত্ব কেড়ে নেওয়া হবে বলেও সূত্রের বরাতে দাবি সংবাদমাধ্যমটির। 

প্রতিবেদনে দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, তিন ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরিয়ে দেওয়া হবে বাবর আজমকে। নতুন করে নেতৃত্বের গুঞ্জনে শোনা যাচ্ছে পেসার শাহিন আফ্রিদি ও শান মাসুদের নাম। 

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের আসন্ন টেস্ট সিরিজের নেতৃত্বভার পেতে পারেন শান মাসুদ। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির নেতৃত্ব দিতে পারেন শাহিন আফ্রিদি। এ ছাড়া আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেতৃত্বে থাকতে পারেন শাহিন। 

২০১৯ সালে সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব পান বাবর আজম। এছাড়া ২০২১ সালে টেস্টের অধিনায়কত্ব দেওয়া হয় তাকে। অবশ্য তার নেতৃত্বে এখনো শিরোপা জিততে পারেনি পাকিস্তান। যদিও র‌্যাঙ্কিংয়ে বেশ কবারই দাপট দেখিয়েছে তারা। 

ভারত বিশ্বকাপে টানা দুই জয়ে আসর শুরুর পর টানা চার ম্যাচে হেরে সেমিফাইনালে উঠার দৌড় থেকে অনেকটা ছিটকে পড়ে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ছাড়াও হারতে হয়েছে আফগানিস্তানের বিপক্ষেও। নিজেদের গ্রুপপর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে হারতে হয়েছে। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোনোভাবেই ছাপ রাখতে পারেনি বাবররা। এমন ভরাডুবিতে শুরু থেকেই দলের সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা। কাঠগড়ায় তুলছেন অধিনায়ক বাবর আজমকেও।

অবশ্য চলতি বিশ্বকাপে ব্যাট হাতে খুব একটা খারাপ করেননি বাবর। চার অর্ধশতক পেয়েছেন। তবে এই পারফরম্যান্স ঠিক বাবরসুলভ নয়। চারটি অর্ধশতক পেলেও একটাকেও শতক বানাতে পারেননি। দলকে বিপদে ফেলে আউট হয়েছেন বেশ কয়েকবারই। যা নিয়েই মূলত সমালোচনা হচ্ছে। এ ছাড়া বাবরের ঘনিষ্ঠ হিসেবে অনেকে মনে করছেন, অধিনায়কত্বের চাপের কারণে স্বাভাবিক খেলাটা খেলতে পারছেন না বাবর। দলের ও নিজের কঠিন এই সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) পাশে পাননি। উল্টো ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস করাসহ বিব্রতকর মুহূর্ত তৈরি হয়।

জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজ পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করতে পারেন বাবর। তারপরই হয়তো তার নেতৃত্ব নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। 

এফআই