সেমিতে নামার আগে ‘হোঁচট’ খেলেন সিরাজ
ঘরের মাঠে এখন পর্যন্ত বিশ্বকাপ যাত্রাটা স্বপ্নের মতো কাটছে ভারতের। এখন পর্যন্ত অপরাজিত দলটি আজ (বুধবার) ফাইনালে ওঠার লড়াইয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হবে আরেক ফেভারিট দল নিউজিল্যান্ডের সঙ্গে। সেই ম্যাচে নামার আগে কিছুটা ‘হোঁচট’ খেয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তাকে টপকে দক্ষিণ আফ্রিকান বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন।
গতকাল (মঙ্গলবার) সাপ্তাহিক এই র্যাংকিং প্রকাশ করে আইসিসি। এ নিয়ে শেষ তিন সপ্তাহ তারা এই হালনাগাদকৃত তালিকা প্রকাশ করে আসছে। ৮ নভেম্বর সর্বশেষ পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে টপকে সিরাজ নম্বর ওয়ান হয়েছিলেন। শাহিন প্রথমবারের মতো বোলার র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন গত ১ নভেম্বর।
বিজ্ঞাপন
গত বুধবার র্যাংকিংয়ের সবশেষ হালনাগাদের পর ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন মহারাজ। এর মধ্যে পুনেতে নিউজিল্যান্ডের বিপক্ষে আছে ৪ উইকেট। ভারতের বিপক্ষে স্রেফ ৩০ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর আফগানিস্তানের বিপক্ষেও তিনি শিকার ধরেন ২টি। অন্যদিকে, দুইয়ে নেমে যাওয়া সিরাজ ভারতের সবশেষ তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। রেটিং পয়েন্টে ভারতীয় এই পেসার অবশ্য মহারাজের খুব বেশি পেছনে নেই। দুজনের ব্যবধান কেবল ৩ পয়েন্টের। সিরাজের দুই সতীর্থ পেসার জাসপ্রিত বুমরাহ চারে ও কুলদিপ যাদব আছেন পাঁচে।
চলতি বিশ্বকাপ আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি আছেন র্যাংকিংয়ের তিন নম্বরে। ৯ ম্যাচ খেলে বিশ্বকাপের সর্বোচ্চ ২২টি উইকেট তার দখলে রয়েছে। সমান ম্যাচে শ্রীলঙ্কান পেসার মাদুশঙ্কা পেয়েছেন ২১ উইকেট। তবে তাদের বিদায় আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় আর শীর্ষে ওঠার সুযোগ নেই। এরপর ১৮ উইকেট নিয়ে তালিকার তিনে আছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজে। তিনি দুটি ম্যাচ কম খেলেছেন।
আরও পড়ুন
এছাড়া ব্যাটারদের র্যাংকিংয়ে এখনও শীর্ষে আছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। তারপরই যথাক্রমে অবস্থান পাকিস্তানের বাবর আজম ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের। এখানেও চার ও পাঁচে দুজন ভারতীয়—যথাক্রমে বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা। র্যাংকিংয়ে উন্নতি হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে শতক পাওয়া শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলেরও। পাঁচ ধাপ এগিয়ে পাকিস্তানের ফখর জামানের সঙ্গে যৌথভাবে ১৩ নম্বরে ওঠে এসেছেন শ্রেয়াস, রাহুল ২৪ নম্বর থেকে ১৭ নম্বরে উঠেছেন।
— ICC (@ICC) November 15, 2023
অস্ট্রেলিয়ার মিচেল মার্শেরও ব্যাটিং র্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলা এই অজি অলরাউন্ডার ১১ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে এসেছেন তিনি। তারই আরেক স্বদেশি গ্লেন ম্যাক্সওয়েল আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ২০১ রানের অপরাজিত ইনিংস খেলে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে এগিয়েছেন ১৭ ধাপ। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন তিনি, যেখানে আগের মতোই শীর্ষে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এএইচএস