সম্ভবত কিছুদিন আগে বিষয়টা কল্পনায়ও ছিল না হার্দিক পান্ডিয়ার। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের খেলার সুযোগ কেইবা হারাতে চায়! কিন্তু এমন দুর্দশায় পড়তে হয়েছে ভারতীয় এই তারকা অলরাউন্ডারকে। যদিও দলীয় পারফরম্যান্সে এখনও তার অভাব সেভাবে ফুটে ওঠেনি। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার। এবার ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেও তিনি ছিটকে গেছেন। বিশ্বকাপের পর্দা নামার চারদিন পরই (২৩ নভেম্বর) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামবে ভারত-অস্ট্রেলিয়া।

ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, আগামীকাল (১৫ নভেম্বর) আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করবে ভারত। আর এদিনই রোহিত শর্মার দল বিশ্বকাপের সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। একইদিন টি-টোয়েন্টির জন্য ঘোষিত দল থেকেও ছিটকে যেতে পারেন পান্ডিয়া। বাঁ পায়ের লিগামেন্ট ছিড়ে যাওয়ায় তিনি বিশ্বকাপ দলেও নেই, তার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ থেকে টুর্নামেন্টটিতে খেলা অধিকাংশ ক্রিকেটারদেরও বিশ্রামে রাখা হতে পারে।

এর আগে ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বোলিংয়ের সময় চোটে পড়েন পান্ডিয়া। বোলিংয়ের ফলো-থ্রুতে পা দিয়ে বল ঠেকাতে গিয়ে এই চোট পেয়েছিলেন। স্ক্যান করানোর পর পরের দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এরপর তার মাঠে ফেরার গুঞ্জন ‍উঠলেও অ্যাঙ্কেল ও লিগামেন্টের চোটে কাতর পান্ডিয়াকে দ্রুত ফেরানোর ঝুঁকি নেয়নি ভারতের টিম ম্যানেজমেন্ট। পরে অবশ্য তাকে পুরো বিশ্বকাপেই না পাওয়ার কথা জানানো হয়।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী— বিশ্বকাপ স্কোয়াডে থাকা বেশিরভাগ ভারতীয় ক্রিকেটারকে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হবে। গত অক্টোবরে এশিয়ান গেমস খেলা ভারতীয় তরুণদেরই ডাকা হতে পারে এই সিরিজে। চীনের হাংজুতে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত গোল্ড মেডেল পেয়েছিল। ওই দলে ছিলেন যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং ও জিতেশ শর্মারা। তাদেরকে এবার জাতীয় দলের সিরিজেও রাখা হতে পারে। যদিও তাদের বেশিরভাগই ইতোমধ্যে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছে। 

বর্তমানে ভারতের নির্বাচক প্যানেলে প্রধানের দায়িত্বে আছেন সাবেক অলরাউন্ডার অজিত আগারকার। সিনিয়র ক্রিকেটারদের টানা দুই মাসের ওয়ার্কলোড কমানোর চিন্তাভাবনা করছেন তিনি। এশিয়া কাপ শেষে, ঘরের মাঠে সিরিজ ও বর্তমানে বিশ্বকাপেও টানা খেলে যাচ্ছেন রোহিত-কোহলিরা। এরপরও তাদের ক্লান্তির ছাপ পড়েনি বিশ্বকাপ পারফরম্যান্সে। ইতোমধ্যে ৯ ম্যাচের সবকটিতেই একমাত্র অপরাজেয় দল ভারত।

এদিকে, বিশ্বকাপ শেষেই বর্তমান কোচ রাহুল দ্রাবিড় আর দায়িত্বে থাকবেন না বলেও আলোচনা শোনা যাচ্ছে। সে হিসেবে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের দায়িত্ব পেতে পারেন সাবেক দেশটির তারকা ব্যাটার ভিভিএস লক্ষণ। বিসিসিআই যদিও এখনও বিষয়টি নিয়ে কোনো ইঙ্গিত দেয়নি। দ্রাবিড়ের সঙ্গে রোহিতদের চুক্তি দুই বছরের। আসরের পরপরই তার সঙ্গে জাতীয় দলের চুক্তির মেয়াদ ফুরোবে।

এএইচএস