ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশ
বিশ্বকাপের সেরা একাদশ; অধিনায়ক কোহলি, নেই বাংলাদেশের কেউ
বিশ্বকাপের বাকি আর ৩ ম্যাচ। লিগ পর্বের বিশাল ক্রিকেটযজ্ঞ শেষে এখন বাকি আর তিন ম্যাচ। দুই সেমিফাইনাল আর ফাইনালের মহারণ শেষে নির্ধারিত হবে ক্রিকেট বিশ্বের নতুন রাজাদের নাম। আগের আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এরইমাঝে ছিটকে গিয়েছে, তাই নতুন এক চ্যাম্পিয়ন দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব, সেটা পুরোপুরি নিশ্চিত। আর সেমিফাইনালের আগেই বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট।
দেশটির অফিসিয়াল এই বিশ্বকাপ একাদশে অধিনায়ক করা হয়েছে ভারতের বিরাট কোহলিকে। একাদশে ভারতের সর্বোচ্চ ৪ জন জায়গা পেয়েছেন। দক্ষিণ আফিকা এবং অস্ট্রেলিয়ার আছে ৩ জন করে। বাকি একজন নিউজিল্যান্ডের। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই একাদশে ১২তম খেলোয়াড় শ্রীলঙ্কার। নেই কোন বাংলাদেশি।
বিজ্ঞাপন
দলের ওপেনার হিসেবে আছেন কুইন্টন ডি কক এবং ডেভিড ওয়ার্নার। দুজনেই আছেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার সেরা পাঁচে। ৯ ম্যাচে ডি ককের রান ৫৯১। গড় ৬৫ এর বেশি। আর ওয়ার্নারের ব্যাট থেকে ৫৫ গড়ে এসেছে ৪৯৯ রান। রোহিত শর্মার জায়গা তাই হয়নি এই দলে।
ওয়ানডাউনে জায়গা পাচ্ছেন রাচিন রবীন্দ্র। এবারের বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই কিউই ক্রিকেটার। ৯ ম্যাচে ৫৬৫ রান করেছেন। ২৩ বছরের আগে বিশ্বকাপে সর্বোচ্চ রান করার রেকর্ড নিজের করে নিয়েছেন এই কিউই ক্রিকেটার। চারে রাখা হয়েছে বিরাট কোহলিকে। এই স্কোয়াডের অধিনায়কও তিনি।
আরও পড়ুন
৯৯ গড়ে করেছেন ৫৯৪ রান। ৩ হাফসেঞ্চুরি আর ২ সেঞ্চুরি তার নামের পাশে। এই বিশ্বকাপে রানতাড়ায় সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও এই আসরে নিজের করে নিয়েছেন কোহলি। পার্টটাইম বোলিং করে একটি উইকেটও নিজের নামে যুক্ত করেছেন।
বিশ্বকাপে দুইবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হয়েছে। সেই দুই সেঞ্চুরিয়ান এইডেন মার্করাম আর গ্লেন ম্যাক্সওয়েল আছেন এই তালিকায়। মাঝের ওভারে দ্রুত রান তুলতে তাদের জুড়ি মেলা ভার। এর মাঝে ম্যাক্সওয়েল বোলিংয়েও নাম কুড়িয়েছেন। মিডল অর্ডারে এই দুজনের নাম তাই অবধারিতই ছিল।
পেস বোলিং অলরাউন্ডার এবং স্পিন বোলিং অলরাউন্ডার স্লটে আছেন জানসেন এবং রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকার জানসেন ৮ ম্যাচে ১৭ উইকেট পেয়েছেন। করেছেন ১৫৭ রান। আর জাদেজা বেশ আগে থেকেই পরীক্ষিত ক্রিকেটার। ১৬ উইকেটের সাথে বেশ কিছু কার্যকরী ইনিংস ছিল তার।
বোলিংয়ে দুই ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামির জায়গা পাওয়া একেবারেই নিশ্চিত ছিল। দুজনেই ছিলেন ফর্মের তুঙ্গে। আর স্পিনার হিসেবে অ্যাডাম জাম্পা জায়গা পেয়েছেন একাদশে। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীও এখন পর্যন্ত এই অজি তারকা।
জেএ