‘মেন্টর’ ডোনাল্ডকে মিস করবেন খালেদ
বিশ্বকাপ ব্যর্থতার রেশ না কাটতেই আবারও মাঠে নামতে হচ্ছে বাংলাদেশের। ব্যর্থতার মিশন শেষে খানিকটা বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। এরপর চলতি মাসের ২১ তারিখে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। সিলেটে আর ঢাকায় হবে সেই দুই ম্যাচ। এর মাধ্যমে লম্বা সময় পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরবে টাইগাররা।
সিরিজকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করে রাখছেন পেসার খালেদ আহমেদ। সবশেষ জুনে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছিল টাইগাররা। সেখানেও অবশ্য ছিলেন না এই পেসার। তবে এবাদত হোসেন এবং তাসকিন আহমেদের ইনজুরিতে বড় এক দায়িত্বই নিতে হবে তাকে। আর সেই লক্ষ্যে জাতীয় লিগে নিয়মিত খেলে নিজেকে শতভাগ ফিট করে রেখেছেন খালেদ।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে খালেদ জানিয়েছেন নিউজিল্যান্ড সিরিজ নিয়ে নিজের প্রস্তুতির কথা, 'আমি নিজেকে সবসময় প্রস্তুত রাখার চেষ্টা করি জাতীয় দলের জন্য। জাতীয় দলেও যেমন খেলি একইভাবে অন্য জায়গায়ও একইভাবে নিজের ইফোর্টটা দেওয়ার চেষ্টা করি। চলমান এনসিএলে ৫ ম্যাচ খেলছি। আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে সব।'
আসন্ন নিউজিল্যান্ড সিরিজে দলের সেরা দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন খেলছেন না। ইনজুরির কারণে ছিটকে পড়েছেন টাইগার এই পেসাররা। তারা না থাকায় বাড়তি প্রেশার হবে কিনা এমন প্রশ্নে খালেদ বলেন, 'বাড়তি চ্যালেঞ্জ কিনা বলতে পারছি না তবে আমি তো অবশ্যই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। একাদশে সুযোগ পেলে লক্ষ্য থাকবে নিজের সবটুকু নিঙড়ে দলের জন্য ভালো করা।'
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে খালেদের ঘরের মাঠ সিলেটে। নিজের মাঠ বলে বাড়তি কোনো চাওয়া আছে কিনা এমন প্রশ্নের জবাবে খালেদ বললেন, 'প্লান বলতে কি, ঘরের মাঠে সবাই তো চাই ভালো খেলতে। যেটা বললেন রাঙিয়ে রাখতে। আমিও চেষ্টা করব ভালো কিছু করার।'
এদিকে সবশেষ ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের পেসাররা রাঙাতে পারেননি। দেশ ছাড়ার আগে বাড়তি যে আশা ভরসা ছিল সেটা পূরণ করতে ব্যর্থ টাইগার পেসাররা। কোথায় সমস্যা হয়েছে আসলে? এমন প্রশ্নে খালেদ বলেন, 'দেখেন আমি তো ছিলাম না দলের সাথে, আমার পক্ষে বলা সম্ভব না।'
অ্যালান ডোনাল্ড বিদায় নিয়েছেন বাংলাদেশ দলের দায়িত্ব থেকে। গেল শুক্রবার পুনেতে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ। আর ডোনাল্ডদের সঙ্গে বেশ ভালো বোঝাপোড়া ছিল তাসকিন-খালেদদের। সেক্ষেত্রে তাকে কতটা মিস করবেন এমন প্রশ্ন করতেই সিলেটের এই পেসার বলেন, 'অবশ্যই তাকে তো মিস করব, আমার মেন্টর হিসেবেই সে ছিল। ভালো লাগত। তাকে মিস করব তাকে।'
চলে যাওয়ার আগে কোনো কথা হয়েছে কিনা ডোনাল্ডের সঙ্গে এবং কি পরামর্শ দিয়ে গেলেন তিনি। জবাবে খালেদ বলেন, 'কথা হয়েছে যাওয়ার আগে আমাদের মিস করবে সে। সে কাজগুলো শিখিয়েছে সে গুলো চালিয়ে যেতে বলেছে সে।'
এসএইচ/জেএ