একজন ক্রিকেটের মানুষ, রীতিমত কিংবদন্তি। আরেকজন ফুটবলের। দুজনেই দলের ত্রাতা। খেলার মাঠে আমুদে স্বভাবের জন্য দুজনেরই আছে খ্যাতি। ক্রিকেটের মানুষটা বিরাট কোহলি। আর ফুটবলের মানুষটার নাম থমাস মুলার। নিজ নিজ খেলার জগতে দুজনেই কিংবদন্তি। তবে মুলার জার্মানির মানুষ, যেখানে ক্রিকেটের প্রচলন নেই বললেই চলে। 

সেই জার্মান তারকাই এবার গায়ে জড়িয়েছেন ভারতের জার্সি। বিরাটকে উদ্দেশ্য করে লিখেছেন আলাদা বার্তা। জার্মান ফুটবলের রমডয়টার বা ছায়ামানব হিসেবে খ্যাতি পাওয়া মুলার শুভকামনাও জানিয়েছেন ভারতের প্রতি। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে পাঠানো জার্সিতে তার ছবিও বেশ আগ্রহ জাগিয়েছে সাধারণের মনে। 

মূলত থমাস মুলারের কাছে এই জার্সি গিয়েছে টিম ইন্ডিয়ার উপহার হিসেবে। এই নিয়ে ভিডিও প্রকাশ করেছেন মুলার। উপহারের বাক্সে মুলারের নাম সম্বলিত একটি জার্সি পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট দল। জার্সিটি পেয়ে ভীষণ উচ্ছ্বসিত মুলার সেটি গায়ে জড়িয়ে ভারতীয় ক্রিকেট দলকে ধন্যবাদও জানান। এছাড়া বিশ্বকাপের জন্য দলটিকে শুভকামনাও জানিয়েছেন এই ফুটবলার। 

ভিডিওর ক্যাপশনে মুলার লিখেছেন, 'এটা দেখো বিরাট কোহলি। জার্সিটির জন্য ভার‍তীয় ক্রিকেট দলকে অনেক ধন্যবাদ। ক্রিকেট বিশ্বকাপের জন্য অনেক শুভকামনা।

মূলত বানিজ্যিক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সূত্রেই মুলার আর ক্রিকেটের এই মেলবন্ধন। মুলারের ক্লাব বায়ার্ন মিউনিখের অফিশিয়াল স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাস। ভারতীয় ক্রিকেট দলেরও জার্সি স্পন্সর এই প্রতিষ্ঠানটি। স্বাভাবিকভাবেই তাই অ্যাডিডাসের হাত ধরে ভারতের জার্সি চলে যায় জার্মান ফুটবলারের কাছে। 

বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দেই আছে ভারত। নয়ম্যাচের সবকটিতে জিতে পা রেখেছে শেষ চারে। আগামীকাল (বুধবার) প্রথম সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে নামবে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। 

জেএ