এযেন স্কুলের পরীক্ষায় ১০০ তে ১০০ পেয়ে পাশ করা। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। বাকি ছিল নেদারল্যান্ডস। কিন্তু আগের ৮ ম্যাচের সবকটিতে জয় পাওয়া ভারত এই ম্যাচে ছাড় দিবে কেন? পূর্ণশক্তির স্কোয়াড নিয়েই মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। আর ব্যাঙ্গালোরে তারা বুঝে পেয়েছে ১৬০ রানের দুর্দান্ত এক জয়। ৯ ম্যাচে ৯ জয় পেয়ে লিগ পর্ব শেষ করেছে ভারত। 

তবে ম্যাচ ছাপিয়েও এদিন ভারতকে দেখা গেল অন্য এক রূপে। দলে থাকা রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিলসহ প্রায় সকলেই বল ঘুরিয়েছেন। চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের টুকরো কিছু ছবি দেখে নিন একনজরে 

নিয়মরক্ষার ম্যাচকেও সেমিফাইনাল প্রস্তুতির ভালো সুযোগে পরিণত করেছে ভারত। চার ব্যাটসম্যানের ফিফটিতে তারা নেদারল্যান্ডসের বিপক্ষে বড় সংগ্রহের দিকে ছুটছে!
শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে নেদারল্যান্ডসকে ৪১১ রানের লক্ষ্য দিয়েছে ভারত। যা চলতি বিশ্বকাপে তৃতীয় চারশ-উর্ধ্ব রান।
ব্যাট হাতে ফিফটির পর বোলিংয়ে আসেন বিরাট কোহলি। এখানেও সাফল্যের দেখা পেলেন। স্কট এডওয়ার্ডসকে সাজঘরে ফিরিয়ে ৯ বছর পর উইকেটের দেখা পেলেন তিনি।

জেএ