বিশ্বকাপের লিগ পর্ব প্রায় শেষের দিকে। গতকাল শনিবার ছিল দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। একপেশে সেই ম্যাচে বড় স্কোর গড়েও জয় পাওয়া হয়নি টাইগারদের। সাদামাটা বোলিং এর কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতাই করা হয়নি বাংলাদেশের। ম্যাচটা তারা হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। 

দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। সেমিফাইনালে যাওয়ার জয় অসম্ভব এক ব্যবধানে জয় পেতে হতো তাদের। তবে জয়টাই যে পাওয়া হয়নি তাদের। কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তান হেরে গিয়েছে ৯৩ রানের বড় ব্যবধানে। 

এক নজরে গতকালের দুই ম্যাচের স্মরণীয় সব মুহূর্ত 

ভারত ম্যাচের পর আবারও উদ্বোধনী জুটিতে রান এসেছিল গতকাল। লিটন-তানজিদের জুটিতে এসেছে ৭৬ রান। এরপর দুই ওপেনার ফিরলেও বড় সংগ্রহের পথেই ছিল বাংলাদেশ।

বিশ্বকাপের শেষ ম্যাচে বাংলাদেশকে যন্ত্রণা দিয়ে গেলেন মিচেল মার্শ। দেড়শ রানের ইনিংস খেলে অজিদের অনেকটা একাই টেনে নিয়ে গিয়েছেন এই অলরাউন্ডার...
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে প্রথম ইনিংস শেষেই। মান বাঁচানোর লড়াই করতেও এখন হিমশিম খেতে হচ্ছে পাকিস্তানের। বিশ্বকাপের ৫ম স্থানও ছিল শঙ্কায়। তবে শেষ পর্যন্ত সেই বিপদ পার করেছিল পাকিস্তানের লোয়ার অর্ডার। 
জেএ