বাবর আজম ও শচীন টেন্ডুলকার

শেষ দশ বছর ধরে নিজের ফর্মের একেবারে চূড়ায় আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের তো তুলনাই চলে না। সে তুলনায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম তো একেবারে নবীন। দারুণ ছন্দে আছেন বছর তিনেক হলো। তিনজনের অর্জনের তুলনা কি আদৌ চলে? কিন্তু পাকিস্তান কিংবদন্তি আকিব জাভেদের অভিমত, কিছু কিছু দিক থেকে এখনই কোহলিকে ছাড়িয়ে গেছেন বাবর! এমনকি তার মাঝে দেখছেন শচীনের ছায়াও!

সাবেক পাকিস্তানি পেসারের অভিমত, টেকনিক্যাল দিক থেকে বাবর কোহলির চেয়ে বেশ এগিয়ে। সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘বাবরের সঙ্গে তুলনা করলে কোহলির হাতে থাকা শটের পরিমান অনেক। কিন্তু তার দুর্বল জায়গা আছে একটা। অফ স্ট্যাম্পের বাইরে করিডর অফ আন্সার্টেইন্টি চতুর্থ স্ট্যাম্পের জায়গায় সে দুর্বল। সেখানে যদি বল একটু মুভ করে, তাহলে সে বিপাকে পড়ে যায়। ইংল্যান্ডে জেমস অ্যান্ডারসনের বিপক্ষে তা দেখেছি আমরা।’  

সে দিক থেকেই বাবরকে কোহলির চেয়ে এগিয়ে, এমনকি শচীনের মতো করে দেখছেন আকিব। বললেন, ‘বাবরের দিকে তাকালে আপনি কোনো খুঁত দেখবেন না আপনি। যেমন ছিল না শচীনেরও। বাবর অনেক বেশি নিখুঁত।’

তবে স্বদেশি অধিনায়ককে কোহলির কাছ থেকেও শিখতে বললেন আকিব, কোহলিকেও পরামর্শ দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী অধিনায়ক থেকে দেখে শেখার। বললেন, ‘কোহলির মতো ফিটনেস রুটিন মেনে চললে বাবর আরও ভালো হয়ে উঠবে দিনে দিনে। আর বাবরের টেকনিক দেখে উন্নতি করতে পারে কোহলি, যেন ভবিষ্যতে অফস্ট্যাম্পের বাইরের ফাঁদে পা না দিতে হয়।’ 

এনইউ/এটি