গত এক যুগ ধরে বাংলাদেশ দলের নির্বাচক প্যানেলের সঙ্গে যুক্ত আছেন মিনহাজুল আবেদিন নান্নু। চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির পর নান্নুকে সরিয়ে দেওয়ার কথা বলছেন অনেকেই। এবার নান্নুর সমালচনা করলেন বাংলাদশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও।

আজ বৃৃহস্পতিবার পুনেতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন  'একটা মানুষ ১২ বছর ধরে আছেন, একই চিন্তা হবে। এটা (প্রধান নির্বাচক) লম্বা সময় থাকার পজিশন না। বেশি হলে তিন-চার বছর হতে পারে। তাহলে এতগুলো কোচ কেন আমরা বদল করলাম।'

ক্রিকেট থেকে অবসরে যাননি এখনো আশরাফুল তবে নির্বাচকের ভূমিকায় বিসিবি থেকে ডাক পেলে প্রস্তুত তিনি জানিয়ে রাখলেন সেই বার্তা, 'যেহেতু ২৬-২৭ বছর ধরে খেলছি। আমার ইচ্ছাও ক্রিকেটের সঙ্গে থাকা। এই ধরণের সুযোগ এলে অবশ্যই আমি চিন্তা করব।'

এদিকে সাকিব আল হাসানের বদলি হিসেবে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। তাকে নিয়ে আশরাফুল বলেন,  'এনামুল হক বিজয় যেমন চারদিনের ম্যাচ থেকে এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি খেলেও আমি সন্দিহান যে কতটা কি করতে পারবে। কারণ ওই ধরণের কোয়ালিটি বোলিং খেলে আসেনি আবার ওই ধরণের খেলাও খেলে আসেনি। এতদিন ছেড়ে ছেড়ে খেলার চিন্তা করে এসেছে। এখন তার ওয়ানডে খেলতে হবে। এইসব নিয়ে আরও ভালো পরিকল্পনা করা উচিত।'

এসএইচ/এইচজেএস