সাকিব আল হাসানকে নিয়ে যেন সমালোচনা শেষই হচ্ছেনা। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউটের আবেদন করে লঙ্কান ক্রিকেটারদের কাছে রীতিমতো ভিলেনে পরিণত হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। লঙ্কান ক্রিকেটার ম্যাথিউস তো সরাসরিই বলেছেন, সাকিবের প্রতি এতদিনের সকল শ্রদ্ধা নিমেষেই হারিয়ে ফেলেছেন তিনি। 

এদিকে সাকিবকে হুমকি দিয়েছে ম্যাথিউসের ভাই ত্রিভান ম্যাথিউস। ডেকান ক্রনিক্যালকে দেয়া সাক্ষাৎকারে ত্রিভান বলেছিলেন, বাংলাদেশের জার্সিতে হোক কিংবা লঙ্কান প্রিমিয়ার লিগ, যেকোন পর্যায়ে সাকিবকে পেলে পাথর মারা হবে। অথবা মাঠে তাকে বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হবে। তবে এমন মন্তব্যের একদিন পরেই সাকিবের পাশে এসে দাঁড়ালো লঙ্কা প্রিমিয়ার লিগের তার দল গল টাইটান্স। 

ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে সাকিবের দলের পক্ষ থেকে বলা হয়, দয়া করে মনে রাখবেন একজনের মন্তব্য কখনোই পুরো দেশের মতামতের প্রতিফলন ঘটায় না। একইভাবে শ্রীলঙ্কানরা কখনোই এমন আচরণ করবে না। আমাদের দেশের ক্রিকেট ভক্তরা অন্য দেশের ক্রিকেটারকে যেকোন সময় ভালোবাসার সংগেই বরণ করবে। 

গল টাইটান্সের এই বিবৃতিতে কারো নাম উল্লেখ করা না হলেও, বিষয়টি যে সাকিব আল হাসান এবং ত্রিভান ম্যাথিউসের দিকে ইঙ্গিত করছে তা বেশ স্পষ্ট। 

এর আগে নিজের হতাশা ব্যক্ত করে ম্যাথিউসের ভাই গণমাধ্যমে বলেছিলেন, ‘আমরা খুবই হতাশ। বাংলাদেশি অধিনায়কের কোন স্পোর্টসম্যান স্পিরিট নেই আর তিনি ভদ্রলোকের এই খেলায় কোন মানবিকতা দেখাননি।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘সাকিব শ্রীলঙ্কায় আমন্ত্রিত না। সে যদি এখানে আন্তর্জাতিক কিংবা এলপিএল (লঙ্কান প্রিমিয়ার লিগ) খেলতে আসে, তাকে পাথর মারা হবে। অথবা তাকে দর্শকদের বিরূপ মনোভাবের শিকার হতে হবে।’ 

জেএ